1. ঠিক উত্তর নির্বাচন করো : 1.1 যেটি জীবাশ্ম জ্বালানী নয় সেটি হলো - (ক) বায়োগ্যাস (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) কয়লা উ:-(ক) বায়োগ্যাস 1.2 কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে - (ক) সদ্ ও অবশীর্ষ (খ) অসদ্ ও অবশীর্ষ (গ) সদ্ ও সমশীর্ষ (ঘ) অসদ্ ও সমশীর্ষ উ:- (ক) সদ্ ও অবশীর্ষ 1.3 যে যৌগটি আয়নীয় নয় তা হলো - (ক) KH (খ) NaCl (গ) CaCl₂ (ঘ) CH₄ উ:- (ঘ) CH₄ |
2. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও : 2.1 গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করো | উ:- জুল • মোল ⁻¹ • কেলভিন ⁻¹ (J⋅mol−1⋅K-1J⋅mol−1⋅K-1) 2.2 পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়? উ:- প্রত্যেক পর্যায়ের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয় | (ব্যতিক্রম : নিস্ক্রিয় গ্যাস মৌল) 2.3 এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত । উ:- LiH ( লিথিয়াম হাইড্রাইড ) LiH এর ক্যাটায়ন = Li⁺, যার ইলেক্ট্রন বিন্যাস হিলিয়ামের মতো অর্থাৎ 2 LiH এর অ্যানায়ন = H⁻, যার ইলেক্ট্রন বিন্যাস হিলিয়ামের মতো অর্থাৎ 2 |
3. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও : 3.1 পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো । উ:-পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পন ব্যবহার করা হয়ে থাকে, যাকে আমরা Rear View Mirror বলে থাকি সাধারণত | উত্তল দর্পণ দ্বারা সর্বদা কোনো বস্তুর অসদ্, সমশীর্ষ এবং ছোটো প্রতিবিম্ব গঠিত হয় | এই প্রতিবিম্ব দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয় | তাই সমান আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব হয় | ফলে দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি হয় | তাই চালকের পক্ষে তার পাশের আয়নায় বেশি সংখ্যক যানবাহন দেখা সম্ভব হয় | এই কারণেই পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় | 3.2 কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায় ? উ:-ভুমিস্তরে বা সর্বনিম্ন শক্তিস্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নীভবন শক্তি বলে | |
4. |
দশম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌত বিজ্ঞান part 4
দশম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান part 4
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : 1.1 উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো - (ক) অক্সিন (খ) জিব্বেরেলিন (গ) সাইটোকাইনিন (ঘ) NAA উঃ- (খ) জিব্বেরেলিন | ||||||||||||
1.2 নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো - (ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া - (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া (গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া (ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া উঃ- (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া | ||||||||||||
1.3 নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো - (ক) STH - থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা (খ) ACTH - স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা (গ) FSH - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা (ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো উঃ- (ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো | ||||||||||||
2 নীচের বাক্যগুলির শুন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও : 2.1 ডাবের জলে _______ হরমোন থাকে | উঃ- সাইটোকাইনিন 2.2 পায়রার একটি ডানায় _____ টি রেমিজেস নামক পালক থাকে | উঃ- 23 টি উঃ-: ইউরাসিল | ||||||||||||
3. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : 3.1 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো - · নালির উপস্থিতি ও অনুপস্থিতি · ক্ষরিত পদার্থ ·
| ||||||||||||
3.2 মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো | উত্তর: মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের পরিবর্তন: মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশা | এই প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা নীচে বর্ণনা করা হলো : 1. নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে | ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয় | 2. ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুন্ডলীকৃত হয়ে সুত্রাকার ক্রোমোজোম গঠনকরে | 3. প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে | 4. নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাস প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে ভেঙে যায় ও প্রোফেজ দশার শেষে অবলুপ্ত হয় | | ||||||||||||
4. নীচের প্রশ্নটির উত্তর দাও : 4.2 প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো : (ক) ক্রোমাটিড (খ) মেরু অঞ্চল (গ) সেন্ট্রোমিয়ার (ঘ) বেমতন্তু | ||||||||||||

