"বাবা" মহান একজন ব্যক্তিত্ব যাকে নির্দিষ্ট কোনো শব্দে বিশেষায়িত করা যায় না।
সন্তানের সফলতার পেছনে সর্বোচ্চ আবদান যার বেশী তিনিতো বাবা।
ঝড়,বৃষ্টি,রোদ উপেক্ষা করে দু মুঠো অন্যের সন্ধানে যিনি ছুটে চলেছেন মাঠের পর আরেক মাঠে তিনিইতো বাবা।
নিজের গায়ে জরাজীর্ণ বস্ত্র জড়িয়ে মুচকি হেসে সন্তানকে চাকচিক্য জমাটি উপহার দেওয়ার নাম বাবা।
সমস্ত পরিবারেরকে যিনি সবটুকু দিয়ে আগলে রাখেন তিনিইতো বাবা।
জন্মের পর থেকে এ পর্যন্ত যিনি সবসময় সমর্থন দিয়ে গেছেন সে মানুষটিতো বাবা।
যিনি সব দূঃখ মুখ বুজে সইতে পারেন শুধু সন্তানের কান্না ছাড়া তিনিইতো বাবা।
গল্পের আড়ালে থেকে যাওয়া এই মহান লোকটিকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই।
ভালোবাসি সবসময় প্রিয় বাবা🥰🥰
ধন্যবাদ
~সাইদুল ইসলাম সাইদ

No comments:
Post a Comment