পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা part 4('আয়রে ছুটে ছোটরা'- ছোটদের কেন ছুটে আসতে হবে ?)
আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৪ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ।
১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'আয়রে ছুটে ছোট্টরা'- ছোটদের কেন ছুটে আসতে হবে ?
উত্তর: গল্প বুড়োর কাদের তলপেটে ছিল মন ভরানো দৈত্য-দানব , যক্ষি রাজ, রাজপুত্র ও পঞ্চ রাজ এর গল্প আর ছিল করির স্যার বাধা পাহাড় , হিরে মানিক, সোনার কাঠি ও তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী ওতার ঝোলায় বন্দি হয়েছিল। এইসব দেখতে শীতের ভোরে গল্পবুড়ো হাত ছেড়ে ছোটদের ছুটে আসার ডাক দিয়েছিল ।
১.২ '..... আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল !' জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?
উত্তর : জোয়ানদের ঘাঁটি ছিল লাডাকে ।
১.৩ "দারোগাবাবু এবং হাবু " - কবিতায় মেজদার পোষ্য কারা ?
উত্তর : দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য ছিল আটটি কুকুর ।
১.৪" উলগুলান" কাদের লড়াই ?
উত্তর : মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ইংরেজদের সঙ্গে (আদিবাসী) মুন্ডাদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ উলগুলান নামে পরিচিত ।
১.৫ 'পাখির কাছে ফুলের কাছে 'কবিতায় কোথায় কবিসভা বসবে ?
উত্তর : আল মাহমুদ এর লেখা 'পাখির কাছে ফুলের ' কাছে কবিতায় রক্তপাত ঝোপের কাছে কবিসভা বসবে ।
১.৬ 'তাই বুঝি বিমলার কমে গেছে দাম -ই ' বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে ?
উত্তর : নবকৃষ্ণ ভট্টাচার্য এর লেখা 'বিমলার অভিমান' কবিতায় বিমলাকে বাড়ির সব কাজ করতে হয় কিন্তু যখনই খাবার আছে দাদা বড় এবং ভাই ছোট বলে তাদের বেশি বেশি দেওয়া হয় । তাই বিমলার মনে হয়েছে তার দাম কমে গেছে ।
১.৭ ও যেন দিনের বেলা কার রত্তির ...'- কোন সময় টিকে লেখক দিনের বেলা কার রাত্তির বলেছেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'ছেলেবেলা 'পাঠ্যাংশে সেই দুপুর বেলা কে কবি 'দিনের বেলা কার রত্তির 'বলেছেন ।
২.১ নিজের ভাষায় উত্তর দাও :
২.১ 'গল্পবুড়ো' কবিতার রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লেখিত হয়েছে ?
উত্তর: সুনির্মল বসুর লেখা 'গল্পবুড়ো' কবিতাটি দত্যি দানব যক্ষরাজ রাজপুত্তর এর কথা এবং পক্ষীরাজ ও মনপবনের দাঁড়ের আজগুবি কাহিনী, ময়নামতির গল্প, কেশবতীর নন্দিনীর গল্প উল্লেখিত আছে ।
২.২ 'এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল ' ! জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে 'বুনোহাঁস 'গল্পে ফুটে উঠেছে ?
উত্তর : সারা শীতকাল বুনোহাঁস দুটি জোয়ানদের তাঁবুতে থেকে গেল আস্তে আস্তে আহত বুনোহাঁসের ডানা সাড়লো একটু একটু করে উড়তে চেষ্টা করতো তাঁবুর ছাদ অবদ্ধি উঠে আবার ধুপ করে পড়ে যেত এভাবে সারা শীতকাল কাটলো ।
২.৩ নালিশ আমার মন দিয়ে খুব / শুনুন বড়োবাবু - থানার বড়ো বাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল ?
উত্তর: হাবুর একটি ঘরে চার ভাই মিলে থাকে । তার বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল পোষেন সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয় । সে ঘরের দরজা জানালা খুলতে পারে না দুর্গন্ধে প্রাণ যায় যায় অবস্থা এইসব বলে হাবু বড়ো বাবুর কাছে নালিশ করেছিল ।
২.৪ 'এতোয়া কে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া '-উদ্ধৃতিটির আলোকে এতয়ার কাজকর্মের পরিচয় দাও ?
উত্তর : মহাশ্বেতা দেবীর লেখা 'এতোয়া মুন্ডার কাহিনী ' পাঠ্যাংশে এতোয়ার বয়স মাত্র দশ বছর । এই ছোট্ট বয়সেই তাকে অনেক কিছু ভাবতে হয়। গ্রামে প্রতি সপ্তাহে হাট বসে সেখানে দোকানে ঝাঁট দিয়ে একটা বস্তা চেয়ে নেই । বাগানে গরু চরাতে চড়াতেও কুরিয়ে নেয় টোকো আমি । শুকনো কাঠ, মেট আলু,শাক সব ইওর বস্তার ভেতর ঢুকে নেয় ।
গরু চরাতে চরাতে ও বাড়িতেই ডুলিং পেরিয়ে সুবর্ণরেখা নদী । নদী যেখানে শুরু সেখানেই শসে জাল পেতে মাছ ধরে । এসব কাজ এতোয়া করে থাকে।
২.৫"ছিটকিনি আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘরে !"- তারপর কি কি ঘটনা ঘটল, তা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে লেখ ?
উত্তর : আল মাহমুদের লেখা "পাখির কাছে ফুলের কাছে "কবিতায় কবি ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে আসার পর লক্ষ করেন ঝিম-ধরা মস্ত শহরটা থর থর করে কাঁপছে মিনারটিকে দেখে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে, পাথর ঘাটার গির্জা টাকে দেখে মনে হচ্ছিল লাল পাথরের ঢেউ, কবি দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছে এমনই এক অপরিচিত পাহাড় এসে ডাক দিল। ওই পাহাড়টিকে পেরিয়ে লালদিঘির পাড়ে গিয়ে দেখল সেখানে জোনাকিদের সভা চলছে। কবি কে দেখে দীঘির কালো জল কলকলিয়ে বলল এসো আমরা সবাই আজ না ঘুমানোর দলে তোমার পকেট থেকে পদ্ম লেখার ভাঁজ খোল আজ রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে দিঘির ওই কথা শুনেই ফুল পাখিরা কলরব জুড়ে দিল। কবি কোন উপায় না পেয়ে তার পকেট থেকে ছড়ার বই বের করে তাদের কাছে নিজের মনে কথা বলতে লাগলো ।
২.৬ "বিমলার অভিমান"কবিতা অনুসারে বিমল আর অভিমান এর কারণ বিশ্লেষণ করো ?
উত্তর : নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা "বিমলার অভিমান " কবিতায় বিমল আর অভিমান এর কারণ হলো - বিমালা কে বাড়ির সব কাজ করতে হয় যেমন - পুজোর ফুল তোলা, খোকা কাঁদলে তাকে নেওয়া , ছাগল তাড়ানো থেকে শুরু করে দাদা খেতে বসলে তার পাতে লবণ দেওয়া, পানি যদি ঝাল লাগে তাহলে চুন এনে দেওয়া অর্থাৎ সবার প্রায় সব কাজই বিমলাকে করতে হয় । কিন্তু খাবার যখন আসে তা বাড়ির সবাই পেলেও তার কথা কারো মনে থাকেনা । যেমন ছাইয়ের নুড়োর কোন দাম থাকে না তেমনি বিমলার কোন দাম নেই । এইসব কারনেই বিমলার অভিমান যুক্তিযুক্ত ।
২.৭ ' ছাদটা ছিল আমার কোতাবে - পড়া মরুভূমি ....' -'ছেলেবেলা' রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন ?
উত্তর : 'ছেলেবেলা' রচনাংশে বালক রবীন্দ্রনাথের কাছে বাইরে খোলা ছিল প্রধান ছুটির দেশ । ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি এই ছাদে নানাভাবে বয়ে চলছে । রবীন্দ্রনাথের পিতার জায়গা ছিল তেতলার ঘরে । মাঝে মাঝেই তিনি পাহাড়ে পর্বতে বেড়াতে চলে যেতেন তখন ওই ছাদে যাওয়া ছিল তার কাছে সাত সমুদ্র - পাড়ে যাওয়ার আনন্দ । তিনি প্রায়ই লুকিয়ে লুকিয়ে ছাদে উঠছেন । এই দুপুরবেলাটা তার মনে হতো রাত্তির । সকালে যখন পেট ভরে খেয়ে ঘুম দিছে তখন সে চুপিসারে পাড়ি দিত ছাদে । ছাদটা ছিল তার কাছে কেতাবে মরুভূমি যেন চারদিকে ধূ ধূ করছে, গরম বাতাস ধুলো উড়িয়ে হু হু করে ছুটে যাচ্ছে । আর ওই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দেয়। লেখক ছুটে চলে যেত তেতলার স্নানের ঘরে । ভরাজলে স্নান সেরে সহজ মানুষ হয়ে বসত ।
৩. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ .১ মেশি + কালো
উত্তর - মিশকালো
৩.১.২ এত + দিন
উত্তর - এদ্দিন
৩.১.৩ বড়ো + ঠাকুর
উত্তর - বট ঠাকুর
৩.১.৪ সৎ+ গ্রন্থ
উত্তর - সদ গ্রন্থ
৩.১.৫ দিক + নির্ণয়
উত্তর - দিঙ্নির্ণয়
৩.২ নিজের পথ ভুলে ব্যঞ্জনসন্ধির কোন কোন নিয়ম মেনে বন্ধ হয়েছে লেখ :
৩.২.১ প্রচ্ছদ
উত্তর : প্র+ ছদ ( এখানে ' অ'স্বরধ্বনির পর 'ছ' থাকার জন্য 'ছ' বদলে 'চ্ছ' হয়েছে ।)
৩.২.২ প্রাগৈতিহাসিক
উত্তর : প্রাক + ঐতিহাসিক ( এখানে দেখা যাচ্ছে পড়ে থাকা স্বরধ্বনির কারণে অঘোষ 'ক' ধ্বনি পাল্টে ঘোষ 'গ' ধ্বনির রূপ নিচ্ছে । এই ঘটনাকে বলে ঘোষীভবন ')
৩.২.৩ সদিচ্ছা
উত্তর : সৎ+ ইচ্ছা ( 'ত' পরে ' ই' থাকার জন্য 'ত' বদলে 'দ' হয়েছে ) এখানে ঘোষীভবন হয়েছে ।
৩.২.৪ বিদ্যুদবেগ
উত্তর : বিদ্যুৎ + বেগ ( শেষে 'ব' থাকার জন্য 'ত' বদলে 'দ ' হয়েছে ) এখানে ঘোষীভবন হয়েছে ।
৩.২.৫ পদ্ধতি
উত্তর : পদ+ হতি ( এখানে 'ত' বা 'হ' কোন ধ্বনি অবিকৃত থাকেনি । দুই য়ে মিলে 'দ্ব' - এর চেহারা নিয়েছে । এই ধরনের সমীভবন বা ব্যঞ্জন সংগতিকে বলে অন্যান্য সমীভবন )!
আপনাদের সাহায্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন ........
No comments:
Post a Comment