রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস।


 রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস। এই মাসে পবিত্র  'শবে কদরের' রাতও অনেক গুরুত্বপূর্ণ। তাই এই রাত্রিতে সারারাত নামাজ পড়ে ও কোরআন তেলওয়াত করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাওয়া হয়।🤲


জীবনে চলার পথে কতো মানুষের সাথে আমাদের পরিচয় হয়। অনেক সময় আমাদের অজান্তে বা আমরা  জেনেও অনেকের মনে কষ্ট বা আঘাত দিয়ে থাকি। আমাদের কথায় বা ব্যবহারে অনেকেই কষ্ট পেয়ে থাকেন।


শুনেছি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মনে আঘাত বা কষ্ট দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন না। যতোক্ষণ পর্যন্ত ঐ আঘাত পাওয়া ব্যক্তিটি আঘাত দেওয়া ব্যক্তিটিকে ক্ষমা না করেন।


তাই এই পবিত্র দিনে আমরা আমাদের পরিবার- পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু- বান্ধব যারা আছেন তাদের সবার কাছে ক্ষমা চাই। তারা ক্ষমা করলে আল্লাহও ক্ষমা করে দিবেন।


আর আমরাও তাদেরকে ক্ষমা করে দেই যাদের দ্বারা আমরাও কষ্ট পেয়েছি। ক্ষমা চাইলে কেউ কারো কাছে ছোটো হয়ে যায় না বরং সম্মান বাড়ে। কারণ ক্ষমা একটি মহৎ গুণ। যে গুণের অধিকারী সবাই হতে পারে না। যিনি এই গুণের অধিকারী তিনিও আল্লাহর কাছে অধিক প্রিয়।


আল্লাহ সকলকে ক্ষমা করে দিন ও ভালো- মন্দ বোঝার তৌফিক দান করুন। আজ এই পবিত্র রাত্রিতে সবাই সবার জন্য দোয়া করি।


  'ক্ষমা একটি মহৎ গুণ'



No comments:

Post a Comment