পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন


 "নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।


ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।

আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।


তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন। 


 জীবন নাটকের চেয়ে নাটকীয়।


এটাই বাস্তব 🥺


Sir - ABUMOTALEBE

🟤 অধিকাংশ মানুষের ব্যাপারে পবিত্র কুরআন কি বলে আসুন তা দেখে নেওয়া যাক...???


 🟣ইসলামে অধিকাংশ লোক কোন দলিল নয়ঃ

⚫অধিকাংশ লোক আন্দাজ অনুমানের ভিত্তিতে চলে। 

🔴অল্প কিছু মানুষ হকটা গ্রহণ করবে,অধিকাংশই মুখ ফিরিয়ে নিবে।


🟤 অধিকাংশ মানুষের ব্যাপারে পবিত্র কুরআন কি বলে আসুন তা দেখে নেওয়া যাক...???


⚫অধিকাংশদের ব্যাপারে আল্লাহ্ বলেনঃ


💠►অধিকাংশই অজ্ঞ।

(সূরা আনআম-১১১)


💠►অধিকাংশই নির্বোধ।

(সূরা মায়িদাহ-১০৩)


💠►অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়।

(সূরা ইউসুফ-৬৮)


💠►অধিকাংশ লোকই অবগত নয়।

(সূরা আনআম-৩৭)


💠►অধিকাংশই জানে না।

(সূরা আরাফ-১৩১)


💠►তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না।

(সূরা ইউসুফ-১০৩)


💠►আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না।

(সূরা বাকারাহ-৯৯,১০০)


💠►আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী।

(সূরা যুখরুফ-৭৮)


💠►তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি।

(সূরা আরাফ- ১০২)


💠►তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না।

(সূরা আনআম-১১৬)


💠►অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।

(সূরা ইউসুফ-১০৬)


ধারনা কোন কাজে আসে না।

(সূরা ইউসুফ- ৩৬)


💠►আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

(সূরা শু’আরা-২২১-২২৩)


💠►তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল।

(সূরা সাফফাত-৬৯,৭১)