লোকটি কে জানেন?


 লোকটি কে জানেন?


ছবিটির বেশ কয়েকটি ব্যাপার লক্ষ্যনীয়।


• তার মাথার টিকিটি দেয়ালের সঙ্গে বাঁধা।

• চেয়ারের হেলান দেয়ার অংশটি ভাঙ্গা।

• তার টেবিলে অতিরিক্ত বইয়ের স্তুপ নেই।

•  দরজা বন্ধ।


তিনি একান্ত মনোনিবেশ সহকারে পড়ছেন। তার ব্যাপারে জনশ্রুতি আছে যে, তিনি এক বই দুইবার পড়তেননা।


♦তিনি টিকিটি বেঁধে রেখেছেন কারন এটা হাওয়ার দুলুনীতে পড়ার মনোযোগ নষ্ট করে। আর ঝিমুনি আসলে এটাতে টান লেগে ঝিমুনি ছুটে যাবে।


♦তিনি চেয়ারের হেলান দেয়ার অংশটা ভেঙ্গে ফেলেছেন কারন এতে হেলান দিলে তাকে আলস্য ঘিরে ধরবে।


♦তিনি অতিরিক্ত বই টেবিলে রাখেননি কারণ তিনি চাননা যেটা পড়ছেন সেখান থেকে তার মনোযোগ অন্যদিকে ছুটে যাক।


আমাদের বর্তমান প্রজন্ম খেলতে খেলতে পড়ে। টিভি দেখতে দেখতে পড়ে। খেতে খেতে পড়ে। পড়া লেখায় জ্ঞান অর্জনের বিষয়টা এখন আর নেই। এটা নেহাত টাইম পাস। পড়ার জন্যই পড়া। 


ছবির মানুষটি আর কেউ নয়। প্রবাদ প্রতিম পন্ডিত 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

গল্প অনেক নায়ক এক বাবা


 "বাবা" মহান একজন ব্যক্তিত্ব যাকে নির্দিষ্ট কোনো শব্দে বিশেষায়িত করা যায় না।


সন্তানের সফলতার পেছনে সর্বোচ্চ আবদান যার বেশী তিনিতো বাবা।


ঝড়,বৃষ্টি,রোদ উপেক্ষা করে দু মুঠো অন্যের সন্ধানে যিনি ছুটে চলেছেন মাঠের পর আরেক মাঠে তিনিইতো বাবা।


নিজের গায়ে জরাজীর্ণ বস্ত্র জড়িয়ে মুচকি হেসে সন্তানকে চাকচিক্য জমাটি উপহার দেওয়ার নাম বাবা।


সমস্ত পরিবারেরকে যিনি সবটুকু দিয়ে আগলে রাখেন তিনিইতো বাবা।


জন্মের পর থেকে এ পর্যন্ত যিনি সবসময় সমর্থন দিয়ে গেছেন সে মানুষটিতো বাবা।


যিনি সব দূঃখ মুখ বুজে সইতে পারেন শুধু সন্তানের কান্না ছাড়া তিনিইতো বাবা।


গল্পের আড়ালে থেকে যাওয়া এই মহান লোকটিকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই।


   ভালোবাসি সবসময় প্রিয় বাবা🥰🥰

ধন্যবাদ

~সাইদুল ইসলাম সাইদ

কিছু বাস্তব কথা


 কাউকে ডেডিকেট করে বলা হয়নি তবে যেই লিখেছে জাস্ট ওয়াও 


*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।


*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।


*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।


*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।


*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।


*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।


দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।🖤


মানুষের চেয়ে শয়তানের শক্তি অনেক বেশি, কিন্তু তোমার রবের চেয়ে না।


 👉 তুমি কি দেখনি! সেই ডাক্তারকে, যে ফেরাউনের লাশ নিয়ে গবেষনা করতে গিয়ে মুসলিম হয়ে গেল✍


★ তুমি কি দেখনি! সেই বিজ্ঞানিকে, যে হাঁচি নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল!!🌿


★ তুমি কি শোনোনি!সেই বিজ্ঞানির কথা যে চাঁদে গিয়ে দুনিয়াতে বাঁজা  আযান শুনতে পেয়েছে। 🌸


★ তুমি কি দেখনি!সেই বিজ্ঞানিকে যে চাঁদে ভ্রমণ করতে গিয়ে (চাঁদের গায়ে)  ফাঁটা দাগ দেখতে পেয়েছে। 


★ তুমি কি শোনোনি!সেই খ্রি/ষ্টান ভাইয়ের কথা,যে আমাদের দ্বীনি ভাইকে খ্রি/ষ্টান করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেছে। 🌿


★ তুমি কি দেখনি!সেই সাহাবী গাছকে,যা ধুঁ ধুঁ মরুভূমির মাঝে এখনো জীবিত আছে!! ☘


তাহলে কেন তুমি হতাশ,  যখন তুমি সত্যের পথেই আছ।💮


 ★ তুমি কি জানো না! তোমার চাওয়া-পাওয়া তোমার (একলা কবরের) সঙ্গী হবে না,,,সঙ্গী হবে শুধু আমল। 


এত কিছু জানার পরেও তুমি কেন হতাশ জানো!?

কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। যে কিনা নিজে  পথভ্রষ্ট হয়ে,তোমাকেও পথভ্রষ্ট করার জন্য উঠে- পরে লেগেছে। 🌼


👉জেনে রাখো,

মানুষের চেয়ে শয়তানের শক্তি অনেক বেশি, কিন্তু তোমার রবের চেয়ে না। 

আর রব তোমার সহায় হবে,শয়তানের সহায় না।


আল্লাহ আমাদের সকলকে সঠিক জানার ও বুঝার তৌফিক দিন আমিন সুম্মা আমিন❤️❤️🥰☺️


লেখা - কাবির হোসেন (ধন্যবাদ)