জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।


 জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।


যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26


তাহলে,,,

তুমি যতই পরিশ্রমী হও না কেনো, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু শতভাগ না।

Hard Work:

H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%


তুমি যতই বিজ্ঞ হও না কেনো, কখনো  কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে।

Knowledge:

K+N+O+W+L+E+D+G+E=

11+14+15+23+12+5+4+7+5=96%


আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো, তা কোনো কূলেই তোমায় ভেরাবে না।

Luck:

L+U+C+K=

12+21+3+11=47%


অর্থাৎ এদের কোনোটাই 100%  করতে পারে না, তাহলে সেটা কী যা 100% করতে পারে???

Money?? না, এটা 72%

Leadership?? না, এটা 97%

তাহলে??


সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......


A+T+T+I+T+U+D+E=

1+20+20+9+20+21+4+5=100%


সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন এমনিতেই বদলে যাবে।


⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️


 ⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️


১.স্লামালাইকুম ❌

অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )


২.আসসালামালাইকুম ❌

অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )


৩.স্লামালিকুম ❌

অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )


সেলামালাইকুম ❌

•আসলা মালিকুম  ❌

•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।


আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,

•অলাইকুম সালাম ❌

••অলাইকুম আস-সালাম ❌

•আলিকুম সালাম ❌

•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় 


▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!

আস্তাগফিরুল্লহ্ আ'জিম!

তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :


▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ

✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া 

বারকাতুহ্।❤️


وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

হত্যা করে গরু কুরবানী করছেন না তো.?‼️🥺


 হত্যা করে গরু কুরবানী করছেন না তো.?‼️🥺


"একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।"


সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।


১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।


★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।


এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।


★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-


পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।


★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।


অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।


★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।


এতএব, কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না। ©®