মায়ের জন্য কোনো দিবস প্রয়োজন হয় না ?

 


                           "মা"


প্রিয় মা ❤❤

  আচ্ছা মাকে ভালোবাসতে কি কোনো দিবস লাগে, 

তাকে নিয়ে কি সেইদিনই লিখতে হবে, 

ফেসবুকে ইমুতে তার ছবি যোগ করে সব জায়গায় পোস্ট করতে হবে, 

এর মানে কি সেই শুধু মাকে ভালোবেসে, 

তাহলে ভুল আপনি। 


মাকে ভালবাসতে দিবস লাগে না, 

মাকে প্রতি দিন ভালোবাসা যায়, 

তার সাথে গল্প করা যায়, 

ঘুরতে যাওয়া যায়। 


লাষ্ট কবে মায়ের সাথে ভালো করে কথা বলেছেন মনে আছে আপনার, 

কবে একসাথে বসে নাস্তার টেবিলে মায়ের হাতের রান্নার ভালো হয়েছে বলেছেন কখনও হয়তো বলেন নাই। 


মানুষ টা সারাদিন কষ্ট করে সব কাজ করছে, 

একাই পুরো পরিবারের খেয়াল রাখছে অযথা দিন শেষে সে কেমন আছেন কেউ জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করে না, 

তাহলে কি করে মাকে নিয়ে একদিন লিখে শেষ করবেন। 


আপনি আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, 

আড্ডা করছি, 

অযথা কতো জায়গায় সময় নষ্ট করে ফেলছি, 

মাকে কখনও বলা হয়নি চলো না মা আমরা ও দূরে কোথাও থেকে ঘুরে আসি যেখানে পাহাড় নদী আছে তোমার তো খুব পছন্দ তাই না মা। 


বিশ্বাস করেন মা নিয়ে লেখার ক্ষমতা আমার নাই, 

তাকে নিয়ে যতকিছু লিখি না কেন খুব কম হয়ে যাবে। 


আর মাকে নিয়ে যদি পোস্ট করে ফেলি, 

যার মা নেই সে তো কান্না করে ফেলবে, 

আমি হয়তো তা জানতে পারবো না কখনও। 


কি লাভ একটা দিন, 

অন্যদের কষ্ট দেওয়ার, 

আগে মাকে ভালবাসতে শিখুন, 

তাকে কেয়ার সাহায্য করতে শিখুন, 

দেখবেন তার হাসি মুখটা কতটা সুন্দর। 


হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিন, 

দামি না পারলে সাধারণ কিছু হোক, 

অন্তত মা তো খুশি থাকবে।

No comments:

Post a Comment