আজ আমার বিয়ে। বারিতে হইচই পরে গেছে। আমি গায়ে হলুদ সেরে নিজের রুমে এসে বসলাম।আর পুরোনো সব কথা মনে পরছে। আমি একজন কে ভালোবাসতাম নাম সুমন। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। আমাদের রিলেশন ছিলো 3বছর 5মাসের। তবে যতো আমাদের রিলেশনের বয়স বারতে থাকে ওর ভালোবাসা কমতে থাকে।আর সময় দিতো কম শুধু রাত 10টায়।কিছু মাস আগে যখন ফোন দিয়ে বোললাম-
আমি: আজ আমায় দেখতে এসেছিলো ওদের পছন্দ হয়েছে। পরের মাসে বিয়ে। চলো পালিয়ে বিয়ে করে ফেলি?
সুমন:এসব বিয়ে টিয়ে আমি করতে পারবো না। তুমি এখন ফোন রাখো।ব্যাসতো আছি।
বন্ধুরা:তুই ফোন রাখতো সুমন।
আর ও সঙ্গে সঙ্গেই ফোন রেখে দেয়। আর কিছু পরে SMS করে বলে "তুমি তোমার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না "।এটা দেখার পর আমার বুকের মধ্যে কেমন যেনো করে উঠলো। আর সারা দিন রাত শুধু ওই SMS টার কথা মনে পরতে লাগলো। আর আমি মাকে বললাম"আমি বিয়েতে রাজি " মা শুনে খুব খুসি হলো।।।।
তারপর থেকে আজ অবধি আমি আর ওকে ফোন দিয়িনি আর ও আমাকে ফোন দেয়নি।।।
মাঝে একবার অবশ্য একটা রং নামবার থেকে ফোন এসেছিলো তবে ফোনটা রিসিভ করিনি।।।
(আমার লেখাটা ভালো লাগলে দয়করে LIKE Ar COMMENT করবেন)
পারলার থেকে লোক এসেছে। আর হঠাৎ দেখি ওদের সঙ্গে সুমন এর বোন। তারপর জানতে পারলাম ও পারলারে কাজ সিখেছে।।। ও আমাকে দেখে অবাক। তখন আামি সবাই কে বাইরে যেতে বললাম। ওর সঙ্গে কিছু সময় ধরে কথা বললাম। ওর সঙ্গে কথা বলার পর মোনটা অনেক হালকা লাগছে। ।।।।আর ওর কাছ থেকে জানতে পারলাম ওর দাদা ভালোই আছে নতুন একটা কাজে জয়েন করেছে।।।
তারপর আমাকে সাজানো সুরু হলো।। সেজে বসে আছি হঠাৎ আবার সেই রং নামবার থেকে ফোন আসলো।।।। ফোনটা রিসিভ করলাম।।।
আমি:কে বলছেন?
ওপাসেঃ(শুধুই একটা নিশ্বাস এর শব্দ)
দিয়ে সঙে সঙেই ফোনটা কেটে যায়। আমার এটা জানতে বাকি ছিলোনা যে যে ও সুমন।।।
তারপর বর এসেছে বলে সবাই চলে যায়।।।।। আর সেই সময় আমি ওই নমবারে ফোন করতে সেই কলারটিউন "ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিবো আঁখিতে আঁখিতে"।।।।।
আমি :হেলো।।।।।।।
চলবে।।।। -
(লেখাতে ভুল থাকলে বলবেন)।।।

No comments:
Post a Comment