জয়_হোক_মানবতার

 


মৃত্যুর তোয়াক্কা না করে প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে প্রতিপক্ষকে লাল কার্ড দেওয়া একজন ফুটবল ভক্ত❤️🇵🇸❤️


মেসুত ওজিল আর ফুটবল তার কতটা প্রিয় হলে কেউ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণেও জীবন বাজি রেখে নিজের ভালোবাসাকে এভাবে প্রকাশ করে এটা লেখার মতো ক্ষমতা আমার নেই। এটা লেখার মতো ক্ষমতা কারোর নেই।

লড়ে যাও হে বীর তুমি ইসলামের জন্য। হয়তো সুযোগ নেই যাওয়ার ফিলিস্তিন তবেঁ তোমরা বাংলার প্রতিটা মুসলমানের মোনাজাতে থাকবে। জানি বিশ্বমুসলিম আজ চুপ থাকলেও তারাও তোমাদের ইমানি শক্তি দেখে লজ্জা পাচ্ছে।

#জয়_হোক_মানবতার


 #savepalestine

#savethemuslims #StopTerrorismAgainstMuslims #AlAqsa #StopConspiracyAgainstIslam #stopIsraeliTerrorism

#GazaUnderAttack

#AlAqsaUnderAttack

#WestandwithPalestine

#PalestineWillBeFree

#FreePalestine

#La_ilaha_illallahu_muhammadur_rasulullah 

#We_are_follower_of_Our_Prophet_Hazrat_Muhammad_Sallallahu_Alaihi_Wasallam

1 comment:

  1. পরে খুব ভালো লাগলো

    ReplyDelete