মুসলিমদের উপর নির্যাতন, ভীতু মুসলিম শাসকদের নীরবতা, আল্লাহর জন্য নির্ভয়ে কথা বলা তুরস্কের #এরদোগান এবং মালেশিয়ার ড. #মাহথির সম্পর্কে Duties of Muslims as a professional লেকচারে দেওয়া ড. জাকির নায়েকের ইমোশনাল কিছু কথা।
.
#অনুবাদঃ আজকের লেকচারে আমি বলেছিলাম আমাদের মূল প্রোবলেম হলো আমাদের মুসলিমদের কাছে অনেক টাকাপয়সা, ধনসম্পত্তি রয়েছে। তারা এসব টাকাপয়সা সঠিকভাবে আল্লাহর জন্য খরচ করার পরিবর্তে তারা এসব টাকাকড়ি ইসলামের শত্রুদের দিয়ে দিতেছে। এর কারন হলো তারা ভীতু। তারা মনে করে ইসলামের শত্রুরা তাদেরকে রক্ষা করতে পারবে। যদি তারা এসব টাকা সঠিকভাবে আল্লাহর জন্য খরচ করতে পারতো! যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারতাম!
.
আল্লাহ সূরা ইমরানের আয়াত নং ১০৩ এ বলেছেন, "তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা।" যদি আমরা মুসলিমরা এক হতে পারতাম, আমরা প্রায় ২ বিলিয়ন মুসলিম, বর্তমানে বিশ্ব জনসংখ্যার ২৫% এরও বেশি মানুষ আমরা মুসলিম। ধর্মীয় অনুশাসনের আলোকে ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা মুসলিমরা প্রথম, কিন্তু সংখ্যার দিকে খ্রিস্টানরা বেশি। যদি আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারতাম তবে মুসলিমরা শক্তিশালী একটা বাহিনি হবো, কেউ আমাদেরকে নির্যাতন করতে সক্ষম হবে না।
.
সমস্যা হলো, একটা মুসলিম দেশ যদি বিপদে পড়ে, তখন অন্য মুসলিম দেশ ভাবে, " আমি কেন সেখানে নাক গলাবো?" আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের একটা অংশ ব্যথা পেলে যেমন অন্য অংশও কষ্ট অনুভব করে, তেমনি একজন মুসলিমের কষ্টে পতিত হলে অন্য মুসলিমরাও সেটা অনুভব করবে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম বর্তমানে পৃথিবীতে আমাদের এরকম খুবই কম ইসলামিক লীডার আছে যারা ইসলামের জন্য জোরে তাদের মতামত তুলে ধরে।
.
যেমন, তুরস্কে আপনাদের এরকম নেতা একজন আছে, #এরদোগান, আল্লাহ তাঁকে পুরুস্কৃত করুক। এখানে মালেশিয়ায় একজন আছে ডক্টর #মাহাথির। আঙ্গুলে গুনার মতো এরকম নেতা আপনি পাবেন না বললেই চলে…„ কত মুসলিম দেশ! কিন্তু তারা কোথায়? তারা ভয়ে মুখ খুলতেও রাজি না। কেন তারা ভয় পায়? তারা মনে করি যদি তারা এসব বিষয়ে নাক গলায় তাহলে ইসলামের শত্রুরা হয়তো তাদেরকে শাসন করবে কিংবা অর্থনৈতিক চাপে ফেলবে। আল্লাহর উপর তাঁদের বিশ্বাস নেই!!
.
পবিত্র কোরআনে ৪ নং অধ্যায় সূরা নিসার ১৩৫ নং আয়াতে আল্লাহ বলেছেন, "হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতা-মাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়, যদিও সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র…"
.
সমস্যা হলো, আমরা আল্লাহর চেয়ে আল্লাহর শত্রুদের বেশি ভয় করি। যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতাম, যদি আমরা শুধুই আল্লাহ ছাড়া কাউকে ভয় না করতাম, তবে আমরা পৃথিবীতে শক্তিশালী বাহিনি হতাম। এবং আমরা আল্লাহ সুবহানাহুয়া তা'আলার নিকট দোয়া করি আল্লাহ যেন আমাদের সমস্যাগুলো সহজ করেন।
.
আপনাদের প্রত্যেকের যার যা করার সামর্থ রাখেন, অন্তত তা করতে পারেন। যদি আপনি দোয়া করতে পারেন, তবে মিনিমাম দোয়া করতে পারেন। যদি আপনি অার্থিক সহায়তা করতে পারেন তবে সেটা করেন। অন্তত আপনি নিজে যা করতে পারেন তা করেন। যদি আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়ে থাকে তাহলে অন্ততপক্ষে কথা বলেন।
.
মসজিদে আকসাকে কেন্দ্র করে কয়েক সাপ্তাহ আগে 'পুত্রজায়া'তে একটি কনফারেন্স হয়েছিল, এটা মসজিদে আকসাকে সাপোর্ট করে… মাশা-আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে থেকে অনেক বক্তা এসেছিলেন, তাঁরা আমাকেও ইনভাইট করেছেন, আমিও বক্তব্য দিয়েছিলাম। সুতরাং আপনি যদি কোরআন-সুন্নাহ, কোরআন ও সহীহ হাদিসের দিকে ফিরে আসেন এবং আপনি যদি ঐক্যবদ্ধ হোন, তবে আমরা পৃথিবীর শক্তিশালী বাহিনিতে পরিণত হবো এবং কেউ আমাদের শোষণ-নিপীড়ন করতে পারবেনা।
.
ডক্টর জাকির নায়েক
লেকচার: Duties of Muslims as a professional

No comments:
Post a Comment