Happy Mother's day


 ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।   বিষেশ কোনো দিন নয়,  মা  ভালোবাসি তোমায় ,  প্রতিটি দিন, প্রতিটি ক্ষন। তোমারই জন্য এই ধরুনিতে আমার আবসন। তোমারিই জন্য মুখের ভাষার বিচরণ।   মা তোমার কৃতিত্বের পরিচয় দেয়ার সাদ্য নেই আমার।   মা তোমায় আজও বলা হয়নি, তোমায় কতটা ভালোবাসি। 😔 পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা রইলো মা তোমার প্রতি 💕  বিদ্যাশ্রম নয়, মায়ের ঠিকানা হোক নিজ আবাসস্থলে।   মায়ের প্রতি ভালোবাসা বেচে থাকুক পৃথিবীর প্রতিটি সন্তানের হৃদয়ে।  

No comments:

Post a Comment