ধূসর বিকেল হলেই তুমি থাকবে চায়ের কাপে.... ক্লান্তিগুলো রাখবে ঢেকে জটিল সকল চাপে! দুঃখগুলো রাখব দূরে উড়িয়ে সুখের ঘুড়ি, শক্ত হাতে ধরব লাটাই খেলব লুকোচুরি!J রাত্রি ছুঁয়ে জোছনা মেখে ঘুমহারানো চোখে এক পলকে থাকব চেয়ে কেবা মোরে রোখে। একটু পরেই রাত্রিটাকে ছিনিয়ে নেবে কেউ মনের উঠোন ভরে আছে এক সমুদ্র ঢেউ। ফুলের বনে মৈামাছি হয়ে ঘুরবে কুসুম গলি জেনে রেখ তুমি আমার প্রথম ফোঁটা কলি। হূদয়পুরে নামছে শ্রাবণ বইছে অঝোরধারা,......।।।।.
No comments:
Post a Comment