ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1 । Class 6 Environment and geography Model Activity Task part 1।


 আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 1

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. চাদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও।

উত্তর :- কোথাও গাছপালা নেই, এবড়ো-খেবড়ো জমি, ছোট বড় পাখি, গোল গােল বিশালাকার গর্ত, ধূসর ধুলােয় ভরতি চারিদিক। সূর্যের আলাে পৌছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলােকে চাদের গায়ে কালাে কালাে দাগের মতাে দেখায়। আর আকাশটা আদ্র নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলাের বিচ্ছুরণ হয় না। ফলে কোনাে রং নেই। সবকিছুই আলাে পড়লে সাদা আর না পড়লে কালাে দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী-প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতাে। এখানে একদিন যেতে পুরাে দু-সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে (প্রায় ১১৭° সে) আবার রাতও চলে দু-সপ্তাহ ধরে। তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের ১৫০° সে, নীচে নেমে যায়।

২. পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতাে -যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও।


উত্তর :- 
পৃথিবী নিজের আরে চারিদিকে অনেক দ্রুত ঘােরে বলে ওপর-নীচ কিছুটা চাপা, আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরােপুরি গােল নয়। কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে " পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় (Geoid Earth-shaped)

৩. একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করাে।


উত্তর :-
    
ষষ্ঠ শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1 । Class 6 Geography Model Activity Task Part 1 । চাদের পরিবেশ সম্পর্কে চন্দ্র..। NewsKatha.com
এই ভাবে বৃত্ত আঙ্কন করতে হবে 

৪. তােমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করাে।


উত্তর :- উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ার কারণগুলাে নিম্নরূপ -
১. উত্তরের সমভূমি অঞ্চলের মাটি উর্বর তাই - চাষবাস ভালাে হয়।
২. উত্তরের সমভূমি অঞ্চলের এলাকা গুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত।
৩. উত্তরের সমভূমি অঞ্চলে"প্রচুর পরিমাণে কল কারখানা রয়েছে।
. উত্তরের সমভূমি অঞ্চলে উন্নতমানের স্কুল-কলেজ, বিদ্যালয় অবস্থান করে।
৫. ব্যবসা-বাণিজ্যের সুযোগ সুবিধা রয়েছে তাই উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হয়েছে।

এই রকম Home Tax সবার প্রথমে নেওয়া জন্য ফলো করুন (আবু মোতালেব )

No comments:

Post a Comment