পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর পার্ট 2 | class 5 environment and Science model activity task answer Part 2


 

আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 1


১. ORS তৈরিতে কি কি উপাদান প্রয়োজন?

উত্তর: এক গ্লাস ORS তৈরিতে প্রয়োজন

(i) এক গ্লাস ফোটানো জল (কুড়ি মিনিট ধরে)

(ii) এক চামচ চিনি ।

(iii) এক চিমটে লবণ।


২. কি কি কারণে ভূমিক্ষয় হয় ?


উত্তর: নিম্নলিখিত কারণে ভূমিক্ষয় হয়:

(i) মাটির ভিতর পলিথিন প্লাস্টিক ইত্যাদি থাকলে ভূমিক্ষয় হয়।

(ii) গাছপালা না থাকলে সেই অঞ্চলে মাটি ক্ষয় হয়।

(iii) ভূমির উপরে ঘাসের আচ্ছাদন না থাকলে ভূমিক্ষয় হয়।

(iii) বৃষ্টির জল খাড়া ভাবে প্রবাহিত হলে ভূমিক্ষয় হয়।



 


৩. মানবদেহের তিনটি বড় হাড়ের নাম লেখ সেগুলি কোথায় পাওয়া যায় লেখ।


উত্তর: 


হাড়ের নাম সেগুলি কোথায় পাওয়া যায়

(ক) ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত

(খ) হিউমেরাস কাঁধ থেকে কনুই পর্যন্ত

(গ) আলনা ও রেডিয়াস কনুই থেকে কব্জি পর্যন্ত



৪. মাটির একটি উপকারী ও দুটি উপকারী উপাদানের নাম লেখ।


উত্তর: উপকারী : কেঁচো ।

অপকারী : প্লাস্টিক ও পলিথিন।


৫. তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।


উত্তর: তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম হল কেঁচো, আরশোলা ও উইপোকা।


এই রকম Home Tax সবার প্রথমে নেওয়া জন্য ফলো করুন (আবু মোতালেব )

No comments:

Post a Comment