নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ:
১. (a) শূন্যস্থান পূরণ করো:
(i) লুডুর ছক্কা আকারের ঘনবস্তু হলো _____।
উত্তর: ঘনক।
(ii) একটি আয়তনের তল সংখ্যা _____।
উত্তর: 6 টি।
2(i) একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তল এর আকার কিরূপ ?
উত্তর: একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার আয়তকার। অবশ্য তলটি বক্রতল।
(ii) একটি মুখবন্ধ শঙ্কুর কয়টি তল আছে ?
উত্তর: একটি মুখবন্ধ শঙ্কুর 2 টি তল আছে।
৩. পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাজ করলে যে ঘনবস্তুর টি পাওয়া যায় তার নাম কি?
(i) ওই ঘনবস্তুর তল সংখ্যা লেখ।
উত্তর: পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে প্রিজম পাওয়া যায়।
◾ ওই ঘনবস্তুর তল সংখ্যা 5 টি।


No comments:
Post a Comment