ষষ্ঠ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 । 


 

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।


১. লেখক হুড্রুর দিকে পাড়ি জমিয়ে ছিলেন - (a) রিস্কা চেপে , (b) সাইকেল চেপে , (c) ট্যাক্সি চেপে , (d) বাসে চেপে ।


উত্তর :- সাইকেল চেপে ।


২. সেদিন পর্যন্ত এধারে কিসের উপদ্রবের কথা শােনা গিয়েছিল - (a) ডাকাতের , (b) ভাল্লুকের , (c) হায়নার ,(d) বাঘের ।


উত্তর :- বাঘের ।


৩. লেখক কার সঙ্গে কোনােদিনই পারেন না - (a) শত্রুর সঙ্গে , (b) ভয়ের সঙ্গে , (c) যুক্তির সঙ্গে , (d) আলস্যের সঙ্গে ।


উত্তর :- আলস্যের সঙ্গে ।


2. একটি বাক্যে উত্তর দাও :


১. রাঁচি কী জন্য বিখ্যাত ?


উত্তর :- রাঁচিতে পাগলা গারদ আছে বলেই রাঁচি বিখ্যাত ।


২. 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়' প্রবাদটির অর্থ কী ?


 



উত্তর :- এই প্রবাদটির মর্মার্থ হলো যেখানে যে বিষয়ের আশঙ্কা করা হয় সেখানে সেই দুর্ঘটনায় ঘটে ।


৩. ভূতদের স্বভাব কেমন ?


উত্তর :- ভূতদের স্বভাব হয় শয়তান প্রকৃতির ।


৪. ঘণ্টাদুয়েক পর গাড়িটা কোথায় পৌঁছেছিল ?


উত্তর :- ঘণ্টাদুয়েক পর গাড়িটা একটি লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছিল ।


 

No comments:

Post a Comment