আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 1
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো
১) ০,৮,৩,২,১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ আঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল _______ ।
উত্তরঃ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ আঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৮৩২১০
২) ৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানিয় মান হল _______ ।
উত্তর। ২ এর স্থানীয় মান ২০০০ ।
৩) দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি _______ ।
উত্তর। এমন সংখ্যা যা ৭ এর গুণিতক নয় । ( যেমনঃ ৫ , ৩ ইত্যাদি হতে পারে )।
৪) দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ________ ।
উত্তর। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ১ ।
৫) ৫২১ × ১৪৪ =
উত্তরঃ
৬) ) দেব্ব্রতবাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান । তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে , তাঁর ১ মাসের আয় কত?
উত্তর। দেবব্রত মাসিক খরচ ১২২৭০ টাকা
দেবব্রতবাবুর ৭ মাসের খরচ = ১২২৭০ × ৭ টাকা = ৮৫৮৯০ টাকা ।অতএব, ৬ মাসের খরচ = ৮৫৮৯০ টাকা।
এক মাসের আয় = ( ৮৫৮৯০ ÷ ৬ ) টাকা = ১৪৩১৫ টাকা ।
এই রকম Home Tax সবার প্রথমে নেওয়া জন্য ফলো করুন (আবু মোতালেব )

No comments:
Post a Comment