সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ২ | Class 7 mathematics model activity task part 2 |


 


1. নিচের বহুপছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও।

কোনো অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে , অনুপাত টি হবে
(a) গুরু অনুপাত (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত (d) অপ্রকৃত অনুপাত
উত্তরঃ (b) লঘু অনুপাত।

2.শূন্যস্থান পূরণ কর
(i) x×y0×z1=___________

উত্তরঃ x×y0×z1=x×1×z1=xz1=xz

3.দুটি সরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10 , কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখ
সমাধানঃ
যে সরবতে সিরাপের  পরিমান বা ভাগহার বেশি হবে সেই সিরাপ বেশি মিষ্টি হবে।
প্রথম প্রকার সরবতে, সিরাপ আছে মোট সরবতের =22+5 অংশ অংশ
দ্বিতীয় প্রকার সরবতে, সিরাপ আছে মোট সরবতের =66+10 অংশ =616 অংশ
তুলনা করি,
এখন, 27,616
বা, 2×167×16,6×716×7
বা, 32122,42122
বা, 32122<42122
অতএব দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি।

4.গুন করোঃ
(43x2yz)×(13y2zx)×(6xyz2)=43×13×(62)×x2+1+1×y1+2+1×z1+1+2=83x4y4z4

5. একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটা যদি সমবেগে চলে লিফটটা 6 মিনিটে কত মিটার নিচে থাকবে? ওই লিফটটা যদি ভুমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভুমির কতটা নিচে থাকবে?
সমাধানঃ
সময়(মিঃ)     দূরত্ব(মিঃ)
8246?
সম্পর্কটি সরল।
6 মিনিটে লিফটটি ভুমি থেকে  6×2438 মিটার = 18 মিটার নিচে নামবে।
আবার,
সময়(মিঃ)     দূরত্ব(মিঃ)
82470?
সম্পর্কটি সরল।
6 মিনিটে লিফটটি   70×2438 মিটার = 210 মিটার নিচে নামবে।
যেহেতু লিফটটি ভুমি থেকে 10 মিটার উপরে ছিল তাই 70 মিনিটে লিফটটি (210-10)=200 মিটার নিচে নামবে।

No comments:

Post a Comment