Madhyamik Class 10 Physical Science Model Activity Task - 1 WBBSE মাধ্যমিক দশম শ্রেনি ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১


 


১। নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ-

(i) মাত্রীয় বিশ্লেষণ থেকে 'R' এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো।

উত্তরঃ R -এর একক

Pv=nRT

R=Pv/nT

R= ML-¹T-²L³/mol.K

R= ML²T-²/mol.K

R= কার্য/mol.K

R= জুল/mol.K আর্গ/mol.k

(ii) STP-তে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22g ঐ নমুনায় কটি অণু আছে? গ্যাসের মোলার ভর কত?

উত্তরঃ 112ml = 0.112L

    STP - তে 0.112 L গ্যাসের ভর = 0.22g

∴ STP  - তে 1 L গ্যাসের ভর = 0.22/0.112

∴ STP  - তে 22.4 L গ্যাসের ভর = 0.22x22.4/0.112

                                                   = 44 g

∴ গ্যাসটির মোলার ভর = 44 গ্রাম

   44 গ্রাম গ্যাসের অনুর সংখ্যা 6.022x10²³ টি

∴ 1  গ্রাম গ্যাসের অনুর সংখ্যা = 6.022x10²³/44

∴ 0.22  গ্রাম গ্যাসের অনুর সংখ্যা = 6.022x10²³x0.22/44

                                                      = 3.011x10²¹টি 

(iii) প্রধানত কী কী কারনে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়?

উত্তরঃ (১) আদর্শ গ্যাসের অনুগুলি বিন্দুভর সদৃশ। অর্থাৎ, অনুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগন্য।কিন্তু বাস্তব গ্যাসের অনুগুলির যতই ক্ষুদ্র হোক না কেনো এদের আয়তনকে উপেক্ষা করা যায় না।



(২) আদর্শ গ্যাসের অনুগুলির নিজেদের মধ্যে কোনো আকর্ষন বা বিকর্ষন হয় না। কিন্তু বাস্তবে গ্যাসে ক্ষীন আন্তরাবিক বলের অস্তিত্ব লক্ষ করা যায়।

(iv) দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে  হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষ কোথায় রাখতে হবে?

উত্তরঃ ᪀ র‍্যলির বিক্ষেপন সূত্র অনুযায়ী আলোর তীব্রতা তরঙ্গদৈর্ঘ্যের চতুমাতের ব্যাস্তানুপাতিক। অর্থাৎ যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম সেই আলোর বিক্ষেপন বেশি। বেগুনি এবং নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয় বিক্ষেপন বেশি হয় সুতরাং র‍্যলির সূত্রানুযায়ী আকাশকে বেগুনি দেখার কথা ছিল কিন্তু বেগুনি ও নীল আলোর মধ্যে মানুষের চোখ নীল বর্নের প্রতি আকর্ষিত হয় ফলে আকাশকে নীল দেখায়।

᪀ আলোক কেন্দ্র ও ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে বস্তুকে রাখাতে হবে।

(v) পর্যায়  সারণিতে গ্রুপ I - ভুক্ত মৌলদের 'ক্ষারর ধাতু' বলা হয় কেন? একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন লেখো।

উত্তরঃ  গ্রুপ I মৌলগুলির মধ্যে H ও Fe বাদে বাকি মৌলগুলি তীব্র তড়িৎ ঋনাত্মক এবং এদের অক্সাইডগুলো তীব্র ক্ষারীয় তাই এই ধাতুগুলিকে ক্ষার ধাতু বলে। 

᪀ নেপচুনিয়াস (WP)

No comments:

Post a Comment