নিচের প্রশ্নগুলির উত্তর দাও
1. একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত?
উত্তর:
আমরা জানি ,
বা,
বা, 5F-160=360
বা , 5F=360+160
বা , 5F=520
বা , F=520÷5
বা, F=104
ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রার মান 104°C
2. ম্যারাসমাস রোগীর ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়।
উত্তর:
শিশুদের প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয়।
🔶 ম্যারাসমাস রোগের লক্ষণ: দেহের ওজন কমে যায়।
দৈহিক বৃদ্ধি হ্রাস পায়।
রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়।
ডায়রিয়া ও আমাশয় হয়
দেহের রং ফ্যাকাশে হয়ে যায়।
দেহ কঙ্কালসার হয়ে যায়।
পেশিও মেদ ক্ষয় হয়।
3. তুঁতের জলিয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি দেখা যাবে?
উত্তরঃ
এটি কি ধরনের বিক্রিয়া ভূতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে নীল বর্ণের তুঁতের জলিয় দ্রবণে কিউপ্রিক সালফেট এর সাথে লোহার বিক্রিয়া হবে।
বিক্রিয়া তে লোহার পরমাণু কিউপ্রিক সালফেট এর কপার এর পরমাণুকে প্রতিস্থাপিত করবে এবং আয়রন সালফেট উৎপন্ন হবে। যেহেতু আয়রন সালফেট এর রং হালকা সবুজ তাই দ্রবণটি হালকা সবুজ বর্ণের হয়ে যাবে। প্রতিস্থাপিত কপার বা তামা অধঃক্ষিপ্ত হবে।
🔶 এটি এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া।
4. তোমার দেহ থেকে কোন কোন উপায় জল দেহের বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো।
উত্তর:
মানবদেহে থেকে বিভিন্ন উপায়ে জল দেহের বাইরে বেরিয়ে যায়।
যেমন নিম্নে বিভিন্ন উপায় জল বের হয়ে যাওয়ার গড় স্ট্যাটিসটিকস দেওয়া হল :
ঘাম এর মাধ্যমে প্রায় 2 লিটার
নিঃশ্বাসের মাধ্যমে 400 মিলিলিটার
মূত্রের মাধ্যমে দেড় থেকে দু লিটার
মল এর মাধ্যমে 200 মিলিলিটার
চোখের জলের মাধ্যমে 50 মিলিলিটার।

No comments:
Post a Comment