কেন জানি খুব কান্না পাচ্ছে কি কারণে জানি না


কেন জানি খুব কান্না পাচ্ছে কি কারণে জানি না 😭😭



 কেন জানি খুব কান্না পাচ্ছে কি কারণে জানি না নিঃসঙ্গতা  শূন্যতা নাকি অপূর্ণতা কি কারণে এমন হচ্ছে জানি না,,,। 


তবে প্রচন্ড মন খারাপ,,আমার মন খারাপের গল্প গুলো অন্যের কাছে গল্প মাত্র তা আমি জানি,,,।


তবে নিজেকে গুটিয়ে রাখার নেশা গ্রস্ত হয়ে পড়েছি যতটা পারি নিজেকে সব কিছুর থেকে আলাদা করে রাখতে,,,। 


আমার এই ভালো না থাকার পিছনে আমি নিজেই দায়ী কারণ ভুল মানুষ গুলোকে আমি নিজেই জায়গা দিয়েছি,,।


ভুল সময়ের তাদের আসা আমার জীবনে জায়গা করে নেওয়া সবকিছু যেন ভুল থেকে শুরু,,,। 


আর শেষও হয়েছে তবে শেষটা অন্য রকম ছিলো আমার আমিটাকে হারাতে হয়েছিলো,,,। 


তারা চলে গেছে বলে কখনো কষ্ট হয়নি কষ্ট হয়েছে এটা ভেবে বার বার একি ভুল কেন হয় আমার,,। 


কেন ভুল করতে থাকি কেন মানুষ চিনতে পারি না কেন সত্যি এই কেনোর উত্তর আমার জানা নেই,,,। 


তবে আর ভুল হবে না হয়তো,,,।



No comments:

Post a Comment