যে মানুষটা তোমাকে ছাড়া বাঁচবে না বলেছিল, সে এখন দিব্যি বেঁচে আছে।ওই মানুষটা কিছুদিন আগেও তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতো।তোমার অবহেলা সহ্য করতে না পেরে রোজ রাতে চোখের জলে বালিশ ভিজাতো।
আজ একটু খোঁজ নিয়ে দেখো। হয়তো তোমাকে ছাড়া মানুষটা ভাল নেই কিন্তু স্বপ্নগুলো হৃদয়ের গোরস্থানে সমাধিস্থ করে সে এখনো বেঁচে আছে।এরকম বেঁচে থাকাটা খুবই কষ্টকর কেননা প্রতিটি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করে,কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।
জানো তো? মানুষ বড্ড অভিমানী প্রাণী। তারা সবকিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। তোমার দরজায় আসা কোনো কুকুরকে বারবার তাড়িয়ে দিলে সে আর কখনো তোমার পথ মাড়াবে না।সেখানে সে তো একটা জলজ্যন্ত মানুষ।
মানুষটা প্রতিদিন তোমার কাছে এক ফোঁটা ভালোবাসা চেয়ে তীব্র আর্তনাদ করতো।আর তুমি?
তুমি তাকে প্রতিদিন খালি হাতে ফিরিয়ে দিয়ে পৈশাচিক হাসতে।
বিশ্বাস করো তোমার মুখের আজকের হাসিটা একদিন তোমার কাছে অভিশাপ হয়ে ফিরে আসবে।
ভীষণ আঁধারের কোল ঘেসেও একসময় রাতের আকাশে চাঁদের দেখা মেলে।ঠিক তেমনি এই দুঃখবিলাসী মানুষগুলোও সময়ের সাথে বদলে যাবে।
তখন তোমার বড্ড আফসোস হবে মানুষটার বদলে যাওয়া দেখে।কিন্তু আফসোস করে কি হবে?
মানুষটা তো তোমাকে
অন্তরের সিন্দুকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল তোমার অকৃত্রিম ভালোবাসায়।
কিন্তু তুমি তা বুঝতে চাওনি।এখন বুঝে কি হবে?মানুষটার মনটা তো মরে গেছে।
দিনশেষে মুনির চৌধুরীর সেই কথাটি সত্য।"মানুষ মরে গেলে পঁচে যায়।বেঁচে থাকলে বদলায়।কারণে অকারণে বদলায়।সকালে সন্ধ্যায় বদলায়।"

No comments:
Post a Comment