আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৪ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ।
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে -
১.২ 'তাকে আসতে বলবে কাল।' - আসতে বলা হয়েছে
উত্তর : (খ) অভিমুন্য সেনাপতি কে
১.৩ 'আকাশে নয়ন তুলি' দাঁড়িয়ে রয়েছে
১.৪ 'যেতে পারি কিন্তু কেন যাবো' কাব্যগ্রন্থটির রচয়িতা
উত্তর :(গ) শক্তি চট্টোপাধ্যায়
১.৫ পূর্ববঙ্গের মুহূর্তের ভাষায় 'মাইল' শব্দের অর্থ
২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ 'ওতো পথিক জনের ছাতা ' - পথিক জনের ছাতা কোনটি ?
উত্তর : উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত 'ভর দুপুরে 'কবিতা থেকে নেওয়া হয়েছে ।
∆পথিক জনের ছাতা বলতে অশথ গাছটিকে বোঝানো হয়েছে ।
2.2 'এখানে বাতাস এর ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে ।' -কেন এমনটি হয় ?
উত্তর : উদ্ধৃত অংশটি লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত 'শংকর সেনাপতি' গল্প থেকে নেওয়া হয়েছে।
২.৩ 'মন ভালো করা' কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন ?
২.৪ 'আমি কথা দিয়ে এসেছি ' - কথক কোন কথা দিয়ে এসেছেন ?
উত্তর : উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্র রচিত 'ঘাস ফড়িং 'কবিতা থেকে নেওয়া হয়েছে ।
∆কবি সবুজ ঘাস গুলোকে কোথা দিয়ে এসেছেন যে তিনি আবার ভেজা ঘাসের উপর দিয়েই ফিরবেন ।
৩. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ :
৩.১ 'দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে ।' - কে এমন স্বপ্ন দেখে ? কেন সে এমন স্বপ্ন দেখে ?
∆উত্তরে নগ্ন পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছটি মরুতটে দাঁড়িয়ে থাকা পামগাছটির স্বপ্ন দেখে ।
৩.২ 'তাই তারা স্বভাবতি নীরব ।' - কাদের কথা বলা হয়েছে ? তারা নীরব কেন ?
উত্তর : উদ্ধৃত অংশটি সুবিনয় রায়চৌধুরী রচিত 'পশু পাখির ভাষা 'প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে ।
∆এখানে বন্যপ্রাণীদের নীরব থাকার কথা বলা হয়েছে ।
৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :
৪.১ বিসর্গ সন্ধি তে বিসর্গ রূপান্তরিত হয়ে 'র'হচ্ছে -এমন দুটি উদাহরণ দাও ?
৪.২ বিসর্গ সন্ধি কে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে - এমন দুটি উদাহরণ দাও ।
৪.৩ উদাহরণ দাও - জোড় বাঁধা সাধিত শব্দ , শব্দ খন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ ।
উত্তর : জোঁড় বাঁধা সাধিত শব্দ - সিংহাসন
শব্দ খন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ - ক্ষুদ্রতম ।
৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায় ?
উত্তর : সংখ্যাবাচক -(।) যে বিশেষণ পদ গুলি মূলত বিশেষ্য পদের সংখ্যা বোঝায় তাদের সংখ্যাবাচক শব্দ বলে।
(।।) সংখ্যাবাচক শব্দ বিশেষ্যের সংখ্যা প্রকাশ করে ।
(।।।) সংখ্যাবাচক শব্দের সাংখ্যমান সংখ্যাটি সমান হয় ।
(।।) পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে ।

No comments:
Post a Comment