১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।
ক) অন্তঃকেন্দ্রমন্ডল - পদার্থের তরল অবস্থা
খ) বহিঃকেন্দ্রমন্ডল - পদার্থের ঘনত্ব সর্বাধিক
গ) অ্যাস্থেনোস্ফিয়ার - পরিচলন স্রোতের সৃষ্টি
ঘ) ভূত্বক - লোহা ও নিকেলের আধিক্য
উত্তরঃ গ) অ্যাস্থেনোস্ফিয়ার - পরিচলন স্রোতের সৃষ্টি
১.২ রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে -
ক) মহাসাগরীয় - মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর
খ) মহাসাগরীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
গ) মহাদেশীয় - মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর
ঘ) মহাদেশীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
উত্তরঃ ঘ) মহাদেশীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে -
ক) পাকিস্থান ও শ্রীলঙ্কার সঙ্গে
খ) নেপাল ও ভুটানের সঙ্গে
গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে
ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
উত্তরঃ খ) নেপাল ও ভুটানের সঙ্গে
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ কোন্ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?
উত্তরঃ রিখটার স্কেল
২.২ কোন্ প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়?
উত্তরঃ পাললিক
২.৩ ভারতের কোন্ প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত?
উত্তরঃ শ্রীলংকা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ভূ-অভ্যন্তরের কোন্ স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ বিজ্ঞানীরা কেন্দ্রমন্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন, যথা - অন্তঃকেন্দ্রমন্ডল ও বহিকেন্দ্রমন্ডল। এই স্তর ২৯০০ কিমি - ৫১০০ কিমি গভীর। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমন্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই বহিঃকেন্দ্রমন্ডল স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে। যেখানে থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌমকত্ব।
৩.২ অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয় তা উদাহরনসহ ব্যাখ্যা করো।
উত্তরঃ
৪. উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণিবিভাগ করো।
উত্তরঃউৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা হয়। (১) নিঃসারী আগ্নেয় শিলা ও (২) উদ্বেধী আগ্নেয় শিলা। উদ্বেধী আগ্নেয় শিলাকে আবার দুইভাগে ভাগ করা হয়। যথা - উপপাতালিক শিলা ও পাতালিক শিলা।


No comments:
Post a Comment