১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো -
(ক) একটি ন্যাফথালিন বলের ভর
(খ) একটি ন্যাফথালিন বলের ভরবেগ
(গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ
(ঘ) একটি ন্যাফথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
উত্তরঃ
(গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ
১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের -
(ক) ভর সমান
(খ) প্রোটনসংখ্যা সমান
(গ) নিউট্রনসংখ্যা সমান
(ঘ) ভরসংখ্যা সমান
উত্তরঃ
(ঘ) ভরসংখ্যা সমান
১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো -
(ক) MLT
(খ) MLT²
(গ) ML²T²
(ঘ) MLT-¹
উত্তরঃ
(ঘ) MLT-¹
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।
উত্তরঃ সত্য
২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm।
উত্তরঃ মিথ্যা
২.৩ 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453u।
উত্তরঃ সত্য
৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ STP - তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো।
উত্তরঃ 1g / L = kg / M3
অর্থাৎ, Si এককে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বের মান 0.0898kg/Ms .
৩.২ একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো।
উত্তরঃ মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাই, মৌলটির পরমাণুতে প্রোটন আছে = (184÷2)টি = 92 টি ।
পরমাণুর নিউট্রন সংখ্যা =(পরমাণুর সংখ্যা - পরামানু প্রোটন সংখ্যা )
অর্থাৎ, এতে কয়টি নিউট্রন আছে (235-92) টি = 143 টি ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ একটি ট্রেন 60 km/h দ্রুতিতে চলেছিল। ব্রেক কষার ফলে 1 m/s² মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো।
উত্তরঃ
Google Search - www.motaleb783.blogspot.com


No comments:
Post a Comment