৪. প্রকল্প :
(ক) জাতীয় পতাকার আদর্শ ব্যবহারবিধি ছবিসহ একটি প্রতিবেদন তৈরি করো ।
উত্তর : জাতীয় পতাকার ব্যবহার বিধি
(।) জাতীয় পতাকার স্থান সর্বদা অন্যান্য পতাকার উপরে এবং ডান দিকে থাকে ।
(।।) প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা উদ্দিন থাকে ।
(।।।) কেবলমাত্র জাতীয় পতাকা জাতীয় উৎসবের দিনে
যেমন -স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্ম দিবস ইত্যাদিতে জনসাধারনের কোন প্রতিষ্ঠান সঙ্গে এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে পারে
(।v) রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তুর আচ্ছাদন রূপে জাতীয় পতাকার ব্যবহার চলে না ।
(V) রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি মৃত্যুতে বা জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে
(Vl) শোভাযাত্রার ব্যবহার করার সময় ঐ পতাকা সকলের পুরো ভাগে থাকে এবং পতাকা বাহীর ডান কাঁধে থাকবে । পতাকা বহনের সময় যাতে পতাকা ক্ষয়িত না হয় বা বেঁকে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে ।
(খ) তাপপ্রবাহ জনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো ?
উত্তর : তাপপ্রবাহ জনিত অসুস্থতা প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ
∆তাপ প্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন ।
∆পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ।
∆গরমে সুতির হালকা ঢিলে ঢোলা পোশাক পরুন ।
∆ছাতা ব্যবহার করুন বাইরে যাওয়ার সময় ।
∆বাইরে বেরোলে পানীয় জলের বোতল সঙ্গে রাখুন ।
∆বেশি পরিমাণে ঘাম বেরিয়ে গেলে ORS খান ।
∆তেল মসলাযুক্ত খাবার কম খাবে।
∆ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন ।
∆বাড়িতে তৈরি দই ,লস্যি খেতে পারেন এবং রসালো ফল খেতে হবে ।
∆ অনেকক্ষণ একসাথে রোদে না হেঁটে কোন ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে ।






No comments:
Post a Comment