দ্বিতীয় বিয়ে নিয়ে একটি শিক্ষনীয় বিষয় এক আলেম এর ।।


  দ্বিতীয় বিয়ে নিয়ে একটি শিক্ষনীয় বিষয়


এক আলেম দ্বিতীয় বিয়ে করেছিলেন। তখন কেউ একজন তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি?

.

মহিলা বললেন, মানুষ হিসেবে তো কষ্ট পাবই। কিন্তু আল্লাহ তা'আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব? বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই, এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।

আর বস্তুতো আল্লাহ্ তায়ালা নারীদের কেন সৃষ্টি করেছেন। সত্যিই কি একটি নারী এ নিয়ে কখনো ভাবে। নারীদের সৃষ্টি না করলে কি এমন হতো। অবশ্যই আল্লাহ্ তায়ালা কোন কিছু এমনি এমনি সৃষ্টি করেন নি। আমরা নারীরা সৌভ‍্যতার বাতাসে গা ভাসিয়ে নিজের সৃষ্টির রহস্য ভুলে গেছি।

.

একাধিক বিয়ে বৈধ৷ এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না। যারা একাধিক বিয়ে করে, তাদেরকে দেখে নাক সিটকানো যাবে না। বলা যাবে না- "আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে"! যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন।

.

যেখানে আল্লাহ তা'আলা বলেন,


وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟


তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে—দুই, তিন অথবা চার। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে (বিয়ে করো)... তাতেই রয়েছে মঙ্গল ।’ (সুরা : নিসা, আয়াত : ৩)


সে যদি তার অভাব মনে করে এবং তার স্ত্রীদের প্রতি সুবিচার করতে পারে তো আল হামদুলিল্লাহ। এজন্য আল্লাহ্ তায়ালা তাকে পুরুষ্কিত করবেন নচেৎ শাস্তি।

কিন্তু আমি তার পথে বাধা হয়ে নিজের পরকাল হারাতে চাইনা।


#motaleb783

Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি


 Read the the passage and answer the questions that follow:

There was quite a number of good teachers in our school. B. D Roy taught us English. He was a small man who took great care to ensure that we pronounced English correctly. One day he told us the story of the Ox and the frog from Aesop's fables. Before telling us the story he taught us how the pronunciation of the depends on wheather the the following word begins with a vowel or consonant. I foundly remember our head Pandit Bhattacharya sir, for his excellent handwriting

Activity 1
Tick the correct answers from the given alternatives:
i) Mr. B.D. Roy was the teacher of
Ans: b) English.
ii) The author learnt correct pronunciation from his
Ans: c) English teacher.
iii) ‘The Ox and the Frog’ is a tale from
Ans; d) Aesop’s Fables.
Activity 2
Fill in the blanks with present continuous tense of the verbs given in brackets:
a) The boy _____ (draw) a picture.
Ans: The boy is drawing a picture.
b) They ______ (play) in the field.
Ans: They are playing in the field.
c) Ranjan ____ (write) a letter.
Ans: Ranjan is writing a letter.
Activity 3
Identify the Subject and Predicate of the following sentences:
a) The Sun rises in the east.
Ans: Subject: The Sun.
Predicate: rises in the east.
b) My brother is singing a song.
Ans: Subject: My brother
Predicate: is singing a song.
c) It is not easy to get pure drinking water.
Ans: Subject: It
Predicate: is not easy to get pure drinking water.
Activity 4
Write five sentences on ‘My School’.
Ans: My school name is Ayas High School. The school is two-storied building. There is a huge playground in front of the school. The school teachers are very good and they teach us with care. We respect them very much. I am very proud of my school.



Google Search - www.motaleb783.blogspot.com

Model Activity task 2021(August) Class 5 Environmental Science ( Part-5) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | আগস্ট পঞ্চম শ্রেণী পরিবেশ( পার্ট -৫)


 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

১.১ জলদাপাড়া(ঘ) গন্ডার
১.২ খড়গপুর(গ) আই আই টি শিক্ষাকেন্দ্র
১.৩ বিষ্ণু পুর(খ) টেরাকোটার কাজ
(ক) ডলফিন

ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে x চিহ্ন  দাওঃ

. মানুষের বুদ্ধি হল একটা সম্পদ। 

. দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়। x

. প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হয় গান্ধীবুড়ি। x

একটি বা দুটি বাক্যে উত্তর দাও।

. বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়?

উ:-  কৃষিক্ষেত্রে অতিমাত্রায়  রাসায়নিক  কীটনাশক  ব্যবহারের  ফলে  বিভিন্ন  কৃষিজ  ও প্রাণিজ  খাদ্যের  মাধ্যমে কীটনাশক  মানবদেহে  প্রবেশের  কারণে  মানুষের  হার্ট,  কিডনি,  লিভার,  স্নায়ু,  ত্বক  আক্রান্ত  হচ্ছে। এছাড়া কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে আশেপাশের জলাশয়ে মিশলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রান সংশয় হয়। প্রজাপতি, মৌমাছির মত উপকারী প্রাণীরা কীটনাশকের প্রভাবে মারা যাচ্ছে।

. কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?

উঃ বন্যা বন্ধ করার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। ঠিক ছিল পাহাড় থেকে দামোদর নদী দিয়ে আসা বৃষ্টির জল জমিয়ে রাখা হবে।পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলি জলাধার করা হবে।তাতে জল জমিয়ে রাখা হবে , ফলে বন্যা হবে না । পরে চাষের জন্য অতিরিক্ত জল পাওয়া যাবে,। তবে পরিকল্পনা মত যতগুলি জলাধার তৈরি করার কথা ছিল তা হয় নি বলে বন্যা পুরোপুরি আটকানো সম্ভব হয় না।

 দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও

. পর্বতের মাথায় বরফ জমে কেন?

উঃ পুকুর, নদী সমুদ্রের  জল সুর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঠাণ্ডা। তাই বাষ্প জমে জল হয়ে যায়। পর্বতের মাথায় ঠাণ্ডা বেশি বলে সেই জল জমে বরফ হয়ে যায় এবং পর্বতের মাথায় তুষারপাত হয়। তাই পর্বতের মাথায় বরফ জমে।


    Next subject click now


Google Search - www.motaleb783.blogspot.com

Model Activity task 2021(August) Class 5 Health & Physical Education( Part-5) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | আগস্ট পঞ্চম শ্রেণী ( পার্ট -৫) স্বাস্থ্য ও শারীরশিক্ষা


 এসো অপুষ্টি তাড়াই শক্তি বাড়াই

১ বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে  চিহ্ন দাও

(ক) কোনটি শর্করা জাতীয় খাদ্য?

(i) চিনি           (ii)মাছ              (iii)লাল শাক

(খ)কোনটি আমিষ ( প্রোটিন ) জাতীয় খাদ্য?

(i)ভাত (ii) ডিম (iii) ডাবের জল

(গ) কোন খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান ( স্নেহ পদার্থ) বেশি আছে?

(i) ঘি ও মাখন (ii) আখ ও আলু  (iii) কলা ও শশা

(ঘ) ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে?

(i) অঙ্কুরিত ছোলা  (ii) খই  (iii) রসগোল্লা

(ঙ) কোন খাবারটিতে ক্যালশিয়াম ঘটিত খনিজ মৌল বেশি আছে?

(i)দুধ (ii) খাবার লবণ  (iii) ডাবের জল

(চ) কোন খাবারটিতে লৌহ ঘটিত খনিজ মৌল বেশি আছে?

(i)শশা  (ii) নারকেল  (iii) থোড় ও ডুমুর

(ছ) কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়ডিন যুক্ত খনিজ মৌলটি গ্রহণ করে থাকি?

(i)দুধ (ii) খাবার লবণ  (iii) জল

(জ) কোন পানীয়  থেকে আমরা সোডিয়ামযুক্ত খনিজ মৌলটি ্বেশি পরিমানণে গ্রহণ করে থাকি?

(i)ডাবের জল  (ii) চা            (iii) তালের রস

(ঝ) কোনটি শর্করা জাতীয় খাবার নয়?

(i)পাতিলেবু ও আমলকি (ii) আখ ও আলু   (iii) চাল

(ঞ) কোনটি প্রোটিন জাতীয় খাবার নয়?

(i)মাছ, মাংস ও পনির (ii) ছানা, সয়াবিন ও ডিম   (iii) টম্যাটো ,কুমড়ো ও শশা

(ট) কোনটি স্নেহ পদার্থ জাতীয় খাবার নয়?

(i)ডিমের কুসুম ও মাখন (ii) নারকেল ও চিনাবাদাম   (iii) খই ও থোড়

(ঠ) কোনটি ভিটামিন A জাতীয় খাবার নয়?

(i)গাজর  (ii) পাকা আম(iii) হলুদ বর্ণের ফল (iv) আমলকি

(ড) ভিটামিন D আমরা কোথা থেকে পাই?

(i)সুর্যের আলো  (ii) মাছের যকৃতের তেল iii) দুধ ও ডিমের কুসুম (iv) সব কটি ক্ষেত্র থেকেই

(ঢ) যদিও উত্তরটি হয় “ভিটামিন- এ” তবে প্রশ্নটি কি ছিল?

(i)দেহকে শক্তি যোগান দেয় কে?  (ii) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?  iii) হৃদস্পন্দন স্বাভাবিক রাখে কোন ভিটামিন? (iv) কোন ভিটামিনের অভাবে সংক্রমক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়?

(ণ) ভিটামিন কে আমাদের দেহে কী কাজে লাগে?

(i)রক্ত জমাট বাধতে সাহায্য করে   (ii) নার্ভ ও পেশির স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সাহায্য করে  

(iii) (i)+ (ii)  (iv) কোনোটিই নয়

(ত) ভিটামিন সি আমরা কোন কোন খাবার থেকে পাই?

(i)পেয়ারা ও তাজা ফল  (ii) তাজা শাক সবজি ও মৌসুম্বি (iii) বাদাম ও দুধ  (iv) (i)+ (ii) (v) সব কয়টি থেকে

(থ) কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য?

(i)জল   (ii) দুধ  (iii) ডাবের জল

(দ) ডাক্তারের পরামর্শ ছাড়া যথেচ্ছ পরিমাণে নানারকম ভিটামিনের ওষুধ খাওয়া—

(i)রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়  (ii) করোনা প্রতিরোধ করে (iii) স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক

(ধ) করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত নানা সমস্যা দেখা দিচ্ছে এর প্রতিকারে কী করতে হবে?

(i)সুর্যের আলোয় থাকতে হবে কিছু সময়   (ii) ডিমের কুসুম , মাছের যকৃতের তেল, ঘি , দুধ, পনির খেতে হবে (iii) (i)+ (ii) (iv) কোনটিই নয়

২ গত এক সপ্তাহে নিম্নের ছকের খাদ্য উপাদানগুলি কোন কোন খাদ্যের মাধ্যমে গ্রহণ করেছ তা ছকে উল্লেখ কর

শর্করাপ্রোটিনস্নেহ পদার্থভিটামিনখনিজ মৌলজলমন্তব্য
ভাত, রুটি, চিনি, আলু,

কুমড়ো

ডিম, মাছ, মাংস, ডাল, সয়াবিন , দুধ তেল, ঘি, ডিমের কুসুম , মাখন , নারকেল ও চিনাবাদাম  পেয়ারা ও তাজা ফল, তাজা শাক সবজি, মৌসুম্বিডাবের জল,

থোড় , ডুমুর, খাবার লবন, ছোট মাছ, সবজি

প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লিটার জল পান করেছিআমি সুষম খাদ্য গ্রহন করি, খাদ্যে শর্করার পরিমাণ বেশি, প্রোটিন ও স্নেহ পদার্থ সঠিক পরিমানে বজায় আছে, এবং ভিটামিন ও খনিজও গ্রহন করি

 

শান্তির শিক্ষা

 (৩) তুমি  তোমার  অনুভূতি  লেখো:

 

(ক) তোমার  সবচেয়ে  আনন্দের  দিন  কোনটি?

উঃ আমার  সবথেকে  আনন্দের  দিন  হল  আমার  জন্মদিন।

(খ) কেন  সে  দিনটি  আনন্দের ?

উঃ আমার  জন্মদিনের  দিনটি  খুবই  আনন্দের  কারণ  ওই  দিন  নতুন  জামাকাপড়  উপহার  পাওয়া  যায় , সবাই জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং  বন্ধুদের  সঙ্গে  খুব  আনন্দ  করি।

(গ) সত্যি  কীসে  তুমি  ভয়  পাও?

উঃ আমি  সাপ  দেখে   খুব  ভয়  পাই।

(ঘ) কেন  এরকম  মনে  হয়?

উঃ আমি  দেখেছি,  সাপে  কামড়ালে  সময়মতো  চিকিৎসা  না  করলে  মানুষ  মারা  যায়।  তাই  সাপকে আমার  খুব  ভয়  লাগে।

(ঙ) পরিচিত  ব্যক্তির  কষ্ট  দেখলে  তোমার  কী  অনুভূতি  হয়?

উঃ পরিচিত  ব্যাক্তির  কষ্ট  দেখলে  আমার  মন  খুব  খারাপ  হয়ে  যায়  এবং  মনে  মনে  খুবই  কষ্ট  হয়  যে  তাদের  কষ্টটা  দূর  করতে  পারলে  আমি  খুশি  হতাম।

(চ) অপরিচিত  ব্যক্তির  কষ্ট  দেখলেও  তোমার  কী  মনে  হয়?

উঃ অপরিচিত  ব্যক্তির  কষ্ট  দেখলে  আমার  খুব  কষ্ট  লাগে।  মন  খারাপ  হয়ে  যায়  যে  কোন  মানুষের  কষ্ট  দেখলে  আমার  কষ্ট  হয়  এবং  তার  কষ্ট  দূর  করতে  ইচ্ছা  হয়।

(ছ) সত্যি  কীসে  তোমার  মন  খারাপ  হয়?

উঃ রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর, বিড়াল ও দুঃখী মানুষের কষ্ট দেখলে আমার খুব মন খারাপ হয়, এছাড়া মাকে অনেকক্ষন দেখতে না পেলেও মন খারাপ হয়।

(জ) কেন  তোমার  মন  খারাপ  হয়?

উঃ পৃথিবীতে  সকল  মানুষের  ভালোভাবে  বেঁচে  থাকার  অধিকার  আছে।  কিন্তু  যখন  দেখি  কিছু  মানুষ  খুব  সুখ  স্বাচ্ছন্দ্য  ভোগ  করছে  অপরদিকে  অনেক  মানুষ    বাঁচার  জন্য লড়াই করছিল তখন  খুবই  মন  খারাপ  হয়ে  যায়।

(ঝ) মন  খারাপ  হলে  তুমি  কী  করো।

উঃ মন  খারাপ  হলে  আমি  আমার  মন  খারাপের  কথা  বাবা  মাকে  জানাই  এবং  কষ্টের  মধ্যে  থাকা  মানুষ  বা  ছোট  শিশুদের  সাধ্যমতো  সাহায্য  করতে  বলি।        

  Next subject click now

Google Search - www.motaleb783.blogspot.com