দ্বিতীয় বিয়ে নিয়ে একটি শিক্ষনীয় বিষয়
এক আলেম দ্বিতীয় বিয়ে করেছিলেন। তখন কেউ একজন তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি?
.
মহিলা বললেন, মানুষ হিসেবে তো কষ্ট পাবই। কিন্তু আল্লাহ তা'আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব? বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই, এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।
আর বস্তুতো আল্লাহ্ তায়ালা নারীদের কেন সৃষ্টি করেছেন। সত্যিই কি একটি নারী এ নিয়ে কখনো ভাবে। নারীদের সৃষ্টি না করলে কি এমন হতো। অবশ্যই আল্লাহ্ তায়ালা কোন কিছু এমনি এমনি সৃষ্টি করেন নি। আমরা নারীরা সৌভ্যতার বাতাসে গা ভাসিয়ে নিজের সৃষ্টির রহস্য ভুলে গেছি।
.
একাধিক বিয়ে বৈধ৷ এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না। যারা একাধিক বিয়ে করে, তাদেরকে দেখে নাক সিটকানো যাবে না। বলা যাবে না- "আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে"! যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন।
.
যেখানে আল্লাহ তা'আলা বলেন,
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟
তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে—দুই, তিন অথবা চার। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে (বিয়ে করো)... তাতেই রয়েছে মঙ্গল ।’ (সুরা : নিসা, আয়াত : ৩)
সে যদি তার অভাব মনে করে এবং তার স্ত্রীদের প্রতি সুবিচার করতে পারে তো আল হামদুলিল্লাহ। এজন্য আল্লাহ্ তায়ালা তাকে পুরুষ্কিত করবেন নচেৎ শাস্তি।
কিন্তু আমি তার পথে বাধা হয়ে নিজের পরকাল হারাতে চাইনা।
#motaleb783

No comments:
Post a Comment