Model Activity Task Class 6 Part 6 History মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 ইতিহাস


 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 ইতিহাস

১. শূন্যস্থান পূরণ করো : ১ x ৩ = ৩

(ক) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো __________________ ।

উত্তর-  তীর্থঙ্কর

(খ) আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন _________________।

উত্তর- মোংলিপুত্ত গোশাল

(গ) সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল ________________  বৌদ্ধ সংগীতির সময়।

উত্তর- প্রথম

২. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ১ x ৩ = ৩

(ক) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ।

উত্তর-  মিথ্যা

(খ) ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস।

উত্তর- সত্য

(গ) প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন।

উত্তর- মিথ্যা 

৩. একটি বা দুটি বাক্যে লেখো : ২ x ২ = ৪

(ক) মেগালিথ কী ?

উত্তর-

মেগালিথ হচ্ছে একপ্রকার প্রাচীন পাথর যা কোন স্থাপত্য বা মিনার তৈরী করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। আর মেগালিথিক মানেই হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরী কোন স্থাপনা যা মর্টার বা কনক্রিটের ব্যবহার ছাড়াই তৈরী করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে  নির্মিত  স্থাপনাগুলোকে  অবশ্য  মনোলিথিক  বলে অভিহিত করা যায়।

(খ) জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ?

উত্তর- জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বই বর্তমানের বুদ্ধ। অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমবধান বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রী পরায়ণ, দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়।

 ৪. নিজের ভাষায় লেখো (৩-৪টি বাক্যে) : ৩ x ১ = ৩

নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল ?

উত্তর- নব্যধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণ:–

(1) কৃষিকাজে লোহার লাঙ্গলের ফলার ব্যবহার শুরু হওয়ায় উৎপাদন বৃদ্ধি ও সেখান থেকে অনেক কৃষক সমাজে ব্যবসায়ী ও কারিগর হয়ে ওঠে। তারা বৈদিক ধর্মের কঠোরতা থেকে বের হতে চেয়েছিল।

(2) সেইসময় সমাজে জাতিভেদ প্রথার কঠোরতর কারণে সাধারণ মানুষ বৈদিক ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল।

(3) লোহার অস্ত্র ব্যবহারের ফলে বাহুবলে ক্ষত্রিয়রা সমাজে ব্রাহ্মণদের সমান ক্ষমতা পাওয়ার দাবি করে।



No comments:

Post a Comment