Model Activity Task Class 4 Part 6 Environment Science মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 6 Amader Poribesh

Google Search - www.motaleb783.blogspot.com
 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 6 Amader Poribesh

১. শূন্যস্থান পূরণ করো : ১ x ৩=৩

১.১ পৃথিবীর _________________  হলো চাঁদ।

উত্তর- উপগ্রহ

১.২ তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো _________________

উত্তর- কেরোসিন

১.৩ ভারতের ________________  গুহাচিত্র দেখতে পাওয়া যায়।

উত্তর- অজন্তার

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে

লেখো : ১ x ৩=৩

বাম স্তম্ভডান স্তম্ভ 
২.১ মৃৎশিল্প (ক) পুরুলিয়া  
২.২ ছৌ নাচ (খ) দার্জিলিং 
২.৩ সিল্কের শাড়ি (গ) কৃয়নগর 
 (ঘ) বিষ্ণুপুর

উত্তর-

বাম স্তম্ভডান স্তম্ভ 
২.১ মৃৎশিল্প (গ) কৃয়নগর   
২.২ ছৌ নাচ (ক) পুরুলিয়া 
২.৩ সিল্কের শাড়ি (ঘ) বিষ্ণুপুর
 (খ) দার্জিলিং 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ২=৪

৩.১ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন ?

উত্তর- আগেরকার দিনে মানুষ পশুকে পোষ মানিয়েনিয়েছিল কারণ আগেরকার মানুষ প্রথমে পশুকে পোষ মানতে পারেনি। তারা শিকার করে পশুর মাংস খেতে। কালেরক্রমে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা আছে। সারাবছর ধরে মাংস, দুধ আর চামড়া পাওয়া যাবে। তাছাড়াও মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানাতে শিখেছিল।

Google Search - www.motaleb783.blogspot.com

৩.২ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন ?

উত্তর- আমরা সবাই জানি, চাদের নিজের কোনো আলো নেই। সূর্যের আলোকে চাদ প্রতিফলন করে উজ্জ্বল হয় কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ, তাই সে পৃথিবীর চারদিকেও ঘোরে। ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে দাঁড়ায়। এই মুহুর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না। তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ১ x ৩=৩

৪.১ “বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তর- বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধা:

১) রান্না করা, স্নান করা, কাপড় কাচা, ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়।

২) খুব সহজেই ক্ষেতের জলের প্রয়োজন মেটানো যায়।

৩) মাছ চাষ ও মাছ ধরা যায়।

৪) জলপথে আসা যাওয়া করা যায়।




No comments:

Post a Comment