Model Activity Task Class 10 Part 8 Physical Science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 Part 8 ভৌতবিজ্ঞান
১. ঠিকউত্তর নির্বাচন করো
: ১×৮=৮
১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো
(ক) বায়োগ্যাস
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) কয়লা
উত্তর- (ক) বায়োগ্যাস
১.২ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে—
(ক) সদ্ ও অবশীর্ষ
(খ) অসদ্ ও অবশীর্ষ
(গ) সদ্ ও সমশীর্ষ
(ঘ) অসদ্ ও সমশীর্ষ
উত্তর- (ঘ) অসদ্ ও সমশীর্ষ
১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলো –
(ক) KH
(খ) NaCl
(গ) CaCl2
(ঘ) CH4
উত্তর- (ঘ) CH4 ১.৪ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো—
(ক) সোডিয়াম ক্লোরাইড
(খ) অ্যামোনিয়াম সালফেট
(খ) অ্যামোনিয়াম সালফেট
(গ) সালফিউরিক অ্যাসিড
(ঘ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তর- (ঘ) অ্যাসেটিক অ্যাসিড
১.৫ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো
(ক) 4g/mol
(খ) 16g/mol
(গ) 32g/mol
(ঘ) 64g/mol
উত্তর- (ঘ) 64g/mol
১.৬ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর- (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
১.৭ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো
(ক) 9 ওহম
(খ) 4 ওহম
(গ) 2 ওহম
(ঘ) 1 ওহম
উত্তর- (গ) 2 ওহম
১.৮ যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) হাইড্রোজেন
উত্তর- (গ) নাইট্রাস অক্সাইড
২. শূন্যস্থান পূরণ করো : ১×৩=৩
২.১ হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ___________________
উত্তর- ফ্লুরিন
২.২ বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিওতরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো ___________________
উত্তর- আয়ন মণ্ডল
২.৩ ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ____________________ হয়।
উত্তর- কম
৩. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো : ১×৩=৩
৩.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন।
উত্তর- মিথ্যা
৩.২ উচ্চ উন্নতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
উত্তর- সত্য
৩.৩ দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে।
উত্তর- সত্য
৪. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও : ১×৬=৬
৪.১ গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করো।
উত্তর- গ্যাস ধ্রুবকের (R) SI এককটি হল J mol-1 K-1
৪.২ পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়?
উত্তর- পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের নিষ্ক্রিয় মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়
৪.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো।
উত্তর- লিথিয়াম হাইড্রাইড (LiH) আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো |
8.8 কিলোওয়াট (KW) ও কিলোওয়াট-ঘণ্টার (KWh) মধ্যে কোনটি ক্ষমতার একক?
উত্তর- কিলোওয়াট (KW) ও কিলোওয়াট-ঘণ্টার (KWh) মধ্যে ক্ষমতার একক হল কিলোওয়াট (KW)
৪.৫ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।
উত্তর- DC অপেক্ষা AC এর একটু ব্যাবহারিক সুবিধা: অনেক কম শক্তি ক্ষয় এবং অনেক কম খরচে পরিবর্তী প্রবাহকে ( AC) অনেক দূরবর্তী স্থানে প্রেরিত করা যায়।
৪.৬ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয়?
উত্তর- কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় অরোসায়ানাইড পটাশিয়াম K[Au (CN)2]
৫. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২×৯=১৮
৫.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন?
উত্তর- সমতল দর্পণ সর্বদা বস্তুর সমান আকারের, সমশীর্ষ, অসদবিম্ব গঠন করে। উত্তল দর্পণ সর্বদা বস্তুর চেয়ে আকারে ছোট, সমশীর্ষ, অসদবিম্ব গঠন করে। তাই একই আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব, অর্থাৎ, উত্তল দর্পণের দৃষ্টি ক্ষেত্র অনেক বড় হয়।ফলে, গাড়ির চালক তার সামনে থাকা উত্তল দর্পণে পিছনের দিকের বহুসংখ্যক গাড়ি বা যানবাহনের সোজা ও ছোট প্রতিবিম্ব একসঙ্গে দেখতে পান এবং তার পক্ষে গাড়ি চালানো সুবিধাজনক হয়। তাই পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
৫.২ কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায়?
উত্তর- সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোন মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করেপরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়ন এ পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নীভবন শক্তি বলা হয়।
৫.৩ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca = 40)
উত্তর- CaCO3 এর মোলার ভর (40+12+48) g = 100g
100 গ্রাম CaCO এরমধ্যে ক্যালসিয়ামের পরিমাণ 40 গ্রাম।
সুতরাং ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে ভর হিসেবে ক্যালসিয়াম এর শতকরা পরিমাণ 40 গ্রাম
৫.৪ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ‘আণবিক ওজন’ কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো।
উত্তর- সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। আয়নগুলি এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন কেলাস গঠন করে। তাই আয়নীয় যৌগের পৃথক অনুর অস্তিত্ব নেই। সেজন্য সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়, এক্ষেত্রে আমরা সংকেত ওজন কথাটি ব্যবহার করব।
৫.৫ 50g ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে নির্ণয় করো (Ca = 40, C = 12 , O=16) ।
উত্তর- CaCO3 = CaO + CO₂
40+12+48=100 12+32 = 44

৫.৬ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হাল্কা কেন তা ব্যাখ্যা করো।
উত্তর- শুষ্ক বায়ুতে মূলত নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ অন্যান্য গ্যাসের তুলনায় বেশি থাকে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনের বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কমে যায় কারণ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত গ্যাস গুলিকে প্রতিস্থাপিত করে। মোটামুটি ভাবে শুষ্ক বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন ও 1 ভাগ অক্সিজেন আছে। নাইট্রোজেনের মোলার ভর 28g ও অক্সিজেনের মোলার ভর 32g হলে
শুষ্ক বায়ুর গড় আণবিক ভর 28×4+32×1 4+1 = = 28.8g =
আবার জলের জলের মোলার ভর = 18g
সুতরাং জলীয়বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বায়ু আর্দ্র হলে তার গড় আণবিক ভর, শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয়। তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়।
৫.৭ সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
উত্তর- বর্ণালির সকল বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক। তাই, রেলে বিচ্ছুরনের সূত্র
অনুসারে, অন্যান্য বর্ণের তুলনায় লাল বর্ণের বিক্ষেপণ ন্যূনতম হয়। সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার কাছাকাছি অবস্থান করায় রশ্মিগুলিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। এই দীর্ঘ দূরত্ব বায়ুস্তর এর মধ্য দিয়ে অতিক্রম করার সময় কম তরঙ্গদৈর্ঘ্যের বেগুনি, নীল ইত্যাদি অন্যান্য বর্ণের আলো প্রায় সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়ে যায়। তাই চোখে এসে পৌঁছায় না। অন্যদিকে, লাল বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে কম হওয়ায় মূলত লাল বর্ণের আলো এই অবস্থায় আমাদের চোখে এসে পড়ে। এই কারণেই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়।
৫.৮ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।
উত্তর- ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম: বাম হাতের বৃদ্ধাঙ্গুল, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে।
৫.৯ লেঞ্জের সূত্রটি লেখো।
উত্তর- লেঞ্জের সূত্র:
আমরা জানি, একটি চুম্বককে কুণ্ডলীর দিকে আনলে বা কুণ্ডলী থেকে দূরে সরালে কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ হয় কিন্তু উভয়ক্ষেত্রে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বিপরীত দিকে হয়। তাহলে এটা স্পষ্ট যে আবিষ্ট তড়িৎপ্রবাহ একটি নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট অভিমুখেই হয়।
৬. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×৪=১২
৬.১ 760 mm Hg চাপে ও 273 K উয়তায় কোনো একটি গ্যাসের 1.6g-এর আয়তন 1.12 L। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।
উত্তর-

৬.২ একটি তড়িৎকোশের তড়িচ্চালক বল 10 V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎকোশটিকে ৪ ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।
উত্তর- তড়িচ্চালক বল (E) = 10 V
অভ্যন্তরীণ রোধ = 2 ওহম
রোধকের রোধ = 8 ওহম
মোট রোধ (R) = (2+8) = 10 ওহম
প্রবাহমাত্রা (I) = E/R
I = 10/10 অ্যাম্পিয়ার
I = 1 অ্যাম্পিয়ার
জুলের সূত্র অনুযায়ী পরিবাহীতে উৎপন্ন তাপ,
H= I2.R.t
H = (1)2 × 10 × 60J
H= 600J
সুতরাং রোধকটিতে উৎপন্ন তাপের পরিমান = 600 জুল।
Model Activity Task Class 10 Part 8
৬.৩ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2 : 1, ব্যাসার্ধের অনুপাত 1 : 2 এবং রোধাঙ্কের অনুপাত 3 : 4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।
উত্তর-

৬.৪ চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কীভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশীর্ষ, খর্বাকার, সদবিম্ব গঠিত হয় তা দেখাও।
উত্তর- বস্তুর অবস্থান: লেন্স থেকে 2f এর বেশি দূরে। প্রতিবিম্বের অবস্থান: বস্তুর বিপরীত দিকে f এবং 2f-এর মাঝে। বস্তুর শীর্ষবিন্দু P থেকে নির্গত দুটি রশ্মি PR & PO লেন্সে প্রতিসরণের পর P। বিন্দুতে মিলিত হয়।P থেকে প্রধান অক্ষের উপর অংকিত লম্ব P Q হল PQ-এর প্রতিবিম্ব।

No comments:
Post a Comment