মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8, November 2021 স্বাস্থ্য ও শারীরশিক্ষা (পূর্ণমান ৪০) চতুর্থ শ্রেণী


 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8, October 2021

স্বাস্থ্য ও শারীরশিক্ষা (পূর্ণমান ৪০)

চতুর্থ শ্রেণী

১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শুন্যস্থানটি পূরণ করাে। ১ × ১৬ = ১৬

(ক) সাহসিকতা

সাহসের সঙ্গে কোনাে কাজে এগিয়ে গেলে __________ আসবেই আসবে। 

উত্তর: সাফল্য

(খ) ভক্তি-শ্রদ্ধা ও বিনয়-নম্রতা

বিনয় ও নম্রতা শিশুকে __________ করে তােলে। 

উত্তর: মহান

(গ) উদ্যম ও পরিশ্রম

উদ্যম ও __________ সাফল্যের জননী। 

উত্তর: পরিশ্রম

(ঘ) বিবেক

__________ ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান। 

উত্তর: বিবেকবান

(ঙ) সৎসঙ্গ অভিলাষী

সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে __________ হয়।

উত্তর: সদমনোভাবাপন্ন

(চ) অনুসন্ধিৎসা

অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল __________ ।

উত্তর: চাবিকাঠি

(ছ) সাফল্যের ত্যাগ

ত্যাগেই __________ ত্যাগে আছে আনন্দ। 

উত্তর: মহত্ব

(জ) শালীনতাবােধ 

চরিত্রবান হতে হলে __________ রেখে কথা বলতে হয়। 

উত্তর: ভদ্রতা

(ঝ) দৃঢ়তা 

যে-কোনাে কাজ করার __________ নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে।

উত্তর: দৃঢ়তা

(ঞ) ধৈর্য

ধৈর্যশীলরা কোথাও কোনােদিন __________ হয় না। 

উত্তর: পরাজিত

(ট) বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া

মানুষের সঙ্গে __________ করে চিন্তাশক্তি বাড়াতে শেখা। 

উত্তর: মেলামেশা

(ঠ) আত্মবিশ্বাস

নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ __________ হওয়া যায়।

উত্তর: মানুষ

(ড) শিষ্টাচার 

ভদ্রতা, __________ ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশােধন হয়। 

উত্তর: নম্রতা

(ঢ) শৃঙ্খলাবােধ 

চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই __________ হতে হবে। 

উত্তর: শৃঙ্খলাপরায়ণ

(ণ) সহযােগিতা ও সমানুভূতি

সহযােগিতা ও সমানুভূতিসম্পন্ন __________ চরিত্রবান হবে। 

উত্তর: শিশু

(ত) আত্মসংযম

__________ মনের মধ্যে একাগ্রতা আনে।

উত্তর: আত্মসংযম

শব্দঝুড়িঃ সাফল্য, মহান, পরিশ্রম, বিবেকবান, সদমনােভাবাপন্ন, চাবিকাঠি, ভদ্রতা, দৃঢ়তা, পরাজিত, মেলামেশা, মানুষ, শিশু, মহত্ব, শৃঙ্খলাপরায়ণ, আত্মসংযম, নম্রতা

২। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করাে। ১ × ৬ = ৬

(ক) বন্যা

অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, 

জলমগ্ন অবস্থা তাই __________ যে নয়।

উত্তর: নিরাপদ

(খ) বন্যা 

অস্থায়ী এই অবস্থাকে __________ নামে ডাকি, 

নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি।

উত্তর: বন্যা

(গ) বন্যা

বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার, 

উঁচু জায়গায় আশ্রয় নেয় কত __________ ।

উত্তর: পরিবার

(ঘ) বন্যা

গাড়ি ঘােড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে, 

স্বেচ্ছাসেবক, __________ এগিয়ে তখন আসে।

উত্তর: সমাজসেবী

(ঙ) বন্যা 

ত্রাণ শিবিরে মেলে খাবার, __________  খাদ্য, জল, 

মােকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল।

উত্তর: শিশুর

(চ) বন্যা

ত্রাণ শিবিরে জানতে হবে তাদের __________,

সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন।

উত্তর: প্রয়ােজন

শব্দঝুড়িঃ নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর, প্রয়ােজন

৩। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থানটি পূরণ করা : ১ × ৮ = ৮

(ক) মেঘে __________ ঘর্ষণে যে শক্তি তৈরি হয়,

বজ্র তাকেই বলে থাকি, জেনাে তা নিশ্চয়।

(a) মেঘে (b) পাহাড়ে 

উত্তর: (a) মেঘে

(খ) সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে,

__________ যে তাকেই বলি, এতাে সবাই জানে। 

(a) বজ্রপাত (b) বজ্রাঘাত 

উত্তর: (a) বজ্রপাত

(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই __________ থেকো,

বজ্রপাত যে বিপজ্জনক – এটুকু মনে রেখাে।

(a) বিপদে (b) নিরাপদে 

উত্তর: (b) নিরাপদে

(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম,

__________ আশ্রয়েতে বিপদ থাকে কম।

(a) আপদশূন্য (b) গাছের তলায় 

উত্তর: (a) আপদশূন্য

(ঙ) সুইচবাের্ডে হাত দেবে না, মােবাইলে নয় হাত, 

দরজা-জানলা __________ রাখাে, থামুক বজ্রপাত। 

(a) খােলা (b) বন্ধ 

উত্তর: (b) বন্ধ

(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে,

ভূত্বকহঠাৎ কেঁপে ওঠে __________ ফলে।

(a) ভূমিকম্পের (b) ভূমিধসের 

উত্তর: (a) ভূমিকম্পের

(ছ) ভূমিকম্প হলে পরে ভেঙে যায় __________ ,

ধুলােয় লুটায় দরজা-জানলা, দেয়াল ও আলমারি। 

(a) জলবায়ু (b) ঘরবাড়ি

উত্তর: (b) ঘরবাড়ি

(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি,

মানুষ মরে, পশুমরে, কত যে __________ ।

(a) দুর্গতি (b) বিপর্যয়

উত্তর: (a) দুর্গতি

৪। নীচের যােগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাঁকা ঘরে যােগাসনটির নাম লেখাে। ২ × ২ = ৪

উত্তর: 

৫৷ নীচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ + ৪ = ৬

(ক) বন্যা কাকে বলে? 

উত্তর: বন্যা হলাে অস্থায়ীভাবে জলমগ্ন অবস্থা, যা জলাধারের জলবৃদ্ধি, অত্যধিক বৃষ্টি, উপকূলের জলােচ্ছাস, সুনামি, বরফ গলার ফলে বা জলাধার ফেটে যাওয়ায় নদীর কূল ছাপিয়ে একটি বৃহৎ এলাকা প্লাবিত হওয়া।

(খ) বন্যার সময় কী কী করা উচিত নয়?

উত্তর: ১) গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না |

২) কুয়াে ও পুকুরের জল না ফুটিয়ে খাবে না।

৩) বাসি খাবার খাবে না।

৪) বন্যায় ডােবা শাকসবজি, মাছ খাবে না।

৫) যত্রতত্র মলত্যাগ করবে না।



No comments:

Post a Comment