একটি শিক্ষামূলক গল্পএক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে। একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করল। সে দোকানী কে দাম জিজ্ঞেস করে জানতে পারল যে সেটা কেনা তার সাধ্যের বাইরে। তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইল কিন্তু দোকানী তাকে অপমান করে তাড়িয়ে দিল। ভিক্ষুকের খুব মন খারাপ হল সে মনস্থির করল বেদানা খাবেই এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটা বেদানার চারা কিনল। এবং তার কুঁড়েঘর এর পাশেই চারাটি রোপন করল। সে প্রতিদিন চারাটির যত্ন নিত। ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগল আর ভিক্ষুক ও বৃদ্ধ হতে লাগল। তো বৃদ্ধ যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে দিনকাটাত ঠিক সেই সময় গাছটিতে বেদানা ধরল। ভিক্ষুক কুড়েঘরে শুয়েই দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারিরীক অবস্থা তার ছিল না। এক রাতে ভিক্ষুক মারাগেল। তার মারা যাবার পর প্রতিবেশিরা বেদানাগুলো পেড়ে খেয়ে ফেলল।সারকথা : আমাদের মানে মধ্যবিত্তদের ইচ্ছা/স্বপ্নগুলো হল ওই বেদানা গাছটির মত। যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি। কিন্তু, যখন সেই স্বপ্নগুলো পুরণ হয়, তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকিনা। দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে বাবা মা তা দেখে যেতে পারেন না। এছাড়াও আমরা নানা সংকটময় সময়ে ভাবি কষ্ট এক সময় থাকবে না সুসময় আসবে।আসেও,তবে অনেক কিছু হারিয়ে তার পরে।তখন সেই সুখ আর উপভোগ্য থাকেনা।আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি পুরণের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ..........
No comments:
Post a Comment