অষ্টম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর?


 1. কত খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়?


উত্তর: ১৭৭২ খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়।


2. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কারা সব থেকে বেশি


ক্ষতিগ্রস্ত হয়?


উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়।


3 আবওয়াব' শব্দের অর্থ কী?


উত্তর: 'আবওয়াব' শব্দের অর্থ হল বেআইনি কর।


4 রায়তওয়ারি ব্যবস্থায় খাজনার হার কত ছিল?


উত্তর: রায়তওয়ারি ব্যবস্থায় খাজনার হার ছিল উৎপাদনের ৪৫ থেকে ৫৫ শতাংশ।


5 মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল?


উত্তর: মহলওয়ারি বন্দোবস্ত উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে চালু হয়েছিল।


6 দাদন বা অগ্রিম টাকা দিয়ে চাষ করানো কোন্ চাষের সাথে যুক্ত ছিল?


উত্তর: দাদন বা অগ্রিম টাকা দিয়ে চাষ করানো নীলচাষের সঙ্গে যুক্ত ছিল।


7.কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটেছিল? 

উত্তর: ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল। ৪ নীলচাষ ছাড়া আর কোন্ চাষে ইস্ট ইন্ডিয়া


8.কোম্পানির বেশি উৎসাহ ছিল?


উত্তর: নীলচাষ ছাড়া যে-কোনো বাগিচা ফসল যেমন চা, কফি প্রভৃতি চাষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশি উৎসাহ ছিল।


9 'বর্গাদার' শব্দের অর্থ কী?


উত্তর: 'বর্গাদার' শব্দের অর্থ হল ভাগচাষি।


10 কত খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা ঘটেছিল?


উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দের মে মাসে দাক্ষিণাত্য হাঙ্গামা


ঘটেছিল।


11 কত খ্রিস্টাব্দে Agriculturists Relief Act পাস হয়?


উত্তর: ১৮৭৯ খ্রিস্টাব্দে Agriculturists Relief Act পাস হয়।


12 ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে কী বলা হত?


উত্তর: ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হত।


13 কার আমলে ভারতে সর্বপ্রথম রেলপথ নির্মাণের


কাজ শুরু হয়েছিল?


উত্তর: লর্ড ডালহৌসির আমলে ভারতে সর্বপ্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছিল।


No comments:

Post a Comment