নরেন্দ্র দামোদর মোদি & মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কষ্টের কথা


 

এই দুটি মানুষ কে যে যার মত করে গালি দিয়ে যাচ্ছেন আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন  মানুষ দুটোর বয়স হয়েছে

একজনের বয়স ৬৫ আর একজনের বয়স ৭০,

কিন্তু দুজনই দেশ ও রাজ্যের জন্য সর্বক্ষন কাজ করে যাচ্ছেন সকল মানুষের পাশে রয়েছেন, তাদের নেই কোনো সংক্রমনের ভয় , হেঁসে বলছেন আতঙ্কিত হবেন না আমরা আছি আপনাদের পাশে।

ওনাদের দিকে আঙ্গুল তোমার আগে নিজের দিকে তুলুন আর ভাবুন আপনি নিজে কতটা সঠিক ,, একটা কথা মাথায় রাখবেন কোনো মানুষ সম্পূর্ণ সঠিক নয় ,,,ঠিক ভুল মিশিয়েই ভগবান প্রতিটি মানুষ কে সৃষ্টি করেন 🙂তাই দলাদলি থেকে বেরিয়ে ওনাদের মানুষ হিসেবে দেখুন দেখবেন ভালো লাগবে ।

এই দুই যোদ্ধা কে আমি প্রনাম জানাই, সন্মান করি🙂 ওনাদের মনের জোর কে স্যালুট জানাই 🙏

আর ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করি এঁদের তুমি রক্ষা করো, 🙏

আপনারা সুস্থ থাকুন এই কামোনা করছি🙏


পোষ্ট টা জানি অনেকের ভালো লাগবেনা,যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন plz,,🙂 বিতর্ক মূলক কমেন্ট ঠুকে তর্ক বাঁধানো থেকে বিরত থাকবেন 🙏কারণ আমি পার্সোনালি কাওকে ট্যাগ বা ম্যানশন করে পোস্ট করিনি বা কমেন্ট করার জন্য মাথার দিব্যিও দিই নী🤭

No comments:

Post a Comment