আমার আমি


 


                 কবিতা : আমার আমি



আমাদের সবার মধ্যেই একটা অন্য আমি থাকে। 
সে আমির মনের খবর কজন রাখে ?

যে আমির অস্তিত্ব শুধু আমিই অনুভব করি।
যে আমির কষ্ট হলে যে বেচেঁ থেকেও প্রাণে মরি।

পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ এই আমির অস্তিত্ব টের পায় না।
এই আমিকে ছাড়া যে বেচেঁ থাকা যায় না। 

যে আমি কে আমরা আয়না দিয়ে দেখতে পাই না।
সেই আমি আমাকে ছাড়া কিছুই দেখতে চায় না।

আমার আমি সব সময় নিজেকে লুকিয়ে রাখতে চায় । সেই আমি সব সময়ই আমার অন্তর দেখতে পায়।

যে আমির অস্তিত্ব অন্তরে অনুভব করি।সেই আমিকে প্রতি নিয়ত নিরন্তর আঘাত করি।

যে আমির অস্তিত্ব  মনের গভীরে অনুভব করি।
সেই আমির থেকেই নিজেকে সারা দিন আলাদা করি।

 যে আমির চাওয়া পাওয়া অবচেতনে  অনুভব করি।
সেই আমির অস্তিত্ব চিরকাল অস্বীকার করি ।

যে আমি কখনও কখনও আমার কাছ থেকেই আমাকে আড়াল করে রাখে।
সেই আমি আমার থেকেই আমার অভিমান ঢাকে।

যে আমি সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে।
সেই আমি আমার হৃদয়ে প্রেমের ছবি আঁকে। 

যে আমির আবদার কেবল আমি ই শুনতে পাই।
সে আমির সব চাওয়া সহজেই ভুলে যাই।

যে আমির ভাবনা শুধু আমাকে কেন্দ্র করে।
সেই আমি দিয়ে যাই ব্যাথা নিজেকে দু হাত ভরে ।

যে আমির ইচ্ছা শুধু আমাকে ঘিরে।
 সেই আমির ব্যার্থতা আসে ফিরে ফিরে ।

যে আমি কখনো আমার কাছে ই খুব অচেনা ।
সেই আমির সকল অভিমান  আমার খুব চেনা।

যে আমির কাছে আমার আমি চিরচেনা।
সে আমি আমার কাছে  চিরকাল রইলো অচেনা ।

যে আমি কখনো আমার কাছে দুর্ভেদ্য অন্ধকারের চেয়েও বেশী কালো।
সেই আমিই  জীবনের সকল অন্ধকারের মাঝে   জ্বালায় আলো ।

যে আমি এগিয়ে চলার  পথ দেখায়।
সেই আমিই পিছিয়ে পড়ে স্বপ্ন দেখায়।

যে আমির কাছে আমার কোনো কিছুই গোপন নয়। তবুও সেই আমির আমাকে অচেনা মনে হয়।

সব সময় ব্যাস্ত আমি চাই অতীত ভুলে যেতে। আমার আমি চায় অতীত নামক  ফুলের গন্ধে হারিয়ে যেতে।

আমার সকল চাওয়া যে আমির কাছে মুষ্ঠিবদ্ধ। আমার সকল না পাওয়া যে আমির কাছে সহজেই উপলব্ধ।

দিন শেষে আমরা আমাদের কাজের হিসাব করি । আমার আমি জানি সারাদিন আমরা অন্তরে মরি।

যখন আমি হতাশায় কাতর । সেই আমি তখন কঠিনতম পাথর।

যখন আমি তোমার অপেক্ষায় উদ্বিগ্ন ।
সেই আমি তখন তোমার হৃদয়ে অবতীর্ণ।

যখন আমি আনন্দে মত্ত।সেই আমি তখন অজানা আশঙ্কায়  ব্যাকুল চিত্ত।

যখন আমি অশ্রু সিক্ত।তখন সেই সকল বেদনা মুক্ত।

যখন আমি তোমার অপেক্ষায় ক্লান্ত ।
সেই আমি তখন নীরব , নিশ্চল, শান্ত।

যখন আমি তোমার চোখে সম্মোহিত।
সেই আমি তখন তোমাতে নিবেদিত।

যখন আমার হৃদয় চঞ্চলা , মনময়ূরী শিহরিত।
সেই আমি তখন মুক্তির নেশায় বিচলিত।

যখন আমি জীবন যুদ্ধে পরাজিত ।

সেই আমি তখন নতুন প্রাণের ছন্দে বিকশিত।

No comments:

Post a Comment