স্পেনের মাদ্রিদ যাদুঘরে "ইহুদী, খ্রিস্টান ও মুসলিম" নামে পরিচিত এই মূর্তি সম্পর্কে কিছু শিক্ষনীয় বিষয়


স্পেনের মাদ্রিদ যাদুঘরে "ইহুদী, খ্রিস্টান ও মুসলিম"

নামে পরিচিত এই মূর্তিটি দেখে একজন ইহুদী পর্যটক অভিযোগ করলে কর্তৃপক্ষ তাকে বললো,

"আপনিতো উপরে আছেন, এরপরও কেন অভিযোগ?"


ইহুদী বললো,"কিন্তু যখন মুসলিমটি দাঁড়িয়ে যাবে তখন তো আমরা দু'জনই পড়ে যাব।"


~অপেক্ষা_শুধু_মুসলমানদের_উঠে_দাঁড়ানোর~


সময় টা আর বেশি দূরে নয়।

 ইনশা আল্লাহ,,

 

No comments:

Post a Comment