হ্যাশট্যাগ ব্যবহারের সাথে যদি (_) এই চিহ্ন ব্যবহার করা হয় এবং যে আইডি থেকে পোস্ট/কমেন্টস করা হচ্ছে সেটা যদি পাবলিক করা না থাকে অর্থাৎ লক করা থাকে তো সেই হ্যাশট্যাগ কাউন্ট হবে না!
যে হারে কমেন্টস হচ্ছে; মিলিয়ন ছাড়ানোর কথা অনেক আগেই।
লক্ষ্য করুন, চ্যালেঞ্জ পোস্ট গুলো কিন্তু কাউন্টের দিক থেকে এগিয়ে।
হ্যাশট্যাগ ইউজ করার সঠিক নিয়ম আমরা অনেকেই হয়তো জানি না। হ্যাশট্যাগ ইউজ করে যদি কোনো কাউন্ট ই না হয় তাহলে ওই হ্যাশট্যাগ ইউজ করে কোনো লাভ নাই। আমরা অনেকেই (_) এই সাইন টা ইউজ করি, কিন্তু এটা ইউজ করলে হ্যাশট্যাগ কাউন্ট করা হয় না আন্তর্জাতিক ভাবে। 99% মানুষেরই হ্যাশট্যাগ কাউন্ট হচ্ছে না।। অামার টাও ভুল ছিল।। তারপর গুগলে সার্চ করে দেখলাম।। ভাবতে খুব কষ্ট হচ্ছে এত ভুল হ্যাশট্যাগ কাউন্ট হবে না।। সবাই নবীকে ভালোবেসে হ্যাশট্যাগ দিচ্ছে অার একটু ভুলের জন্য তা কাউন্ট হচ্ছে না।। এইটা সবার জানা উচিত।। ভারতীয়রা এগিয়ে গেলে আমাদেরই ক্ষতি হবে। সবাই হ্যাশট্যাগ সঠিক নিয়মে ইউজ করুন এবং নিজেদের আইডি এবং পোস্ট প্রাইভেসি পাবলিক করে রাখুন।
সকল গ্রুপ ও পেইজে এটা কপি অথবা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন৷।
(বি:দ্র- এমতাবস্থায় যেহেতু আগের হ্যাশট্যাগ অনেক দূর এগিয়ে গেছে,তাই আমাদের উচিত হবে দুই ভাবেই হ্যাশট্যাগ ব্যবহার করা।এতে দুটাই ব্যবহার হবে সাথে সন্দেহ ও দূর হবে।)
তারপরও থেমে যাওয়া চলবেনা
হ্যাশট্যাগ দিয়ে যাও অন্তত ৫ বার
#savepalestine
#savethemuslims #StopTerrorismAgainstMuslims #AlAqsa #StopConspiracyAgainstIslam #stopIsraeliTerrorism
#GazaUnderAttack
#AlAqsaUnderAttack
#WeHateIsrael
#WestandwithPalestine
#PalestineWillBeFree
#FreePalestine
#bangladeshstandswithpalestine
#BDstandsWithPalestine
#La_ilaha_illallahu_muhammadur_rasulullah
#We_are_follower_of_Our_Prophet_Hazrat_Muhammad_Sallallahu_Alaihi_Wasallam

No comments:
Post a Comment