অপেক্ষা


 যা কিছু ছিলো অব্যক্ত,

ভাবনাজুড়ে তাদের বিচরণে কেনো জানি বাধা হতে পারি না।
অথচ এমনটা হতে না দেবার পণটা বেশ পুরনো,
এ বেলা গোপনীয়তা ঝরায় কিছু জমাটবদ্ধ রক্ত,
আস্তাকুঁড়ে তা ফেলে আসতে পারি না,
এমন কিছু দ্বিধার রেশটা পথ আটকে দাঁড়ানো।

যে আশাগুলো ছিলো অশান্ত,
অস্তিত্বজুড়ে তাদের হাহাকারে কেনো জানি শান্তি খুঁজে পাই না।
অথচ এসবের মাঝেই শীতলতা বুঝে নেবার ধরণটা চিরচেনা,
এ কূলে ঝড় নামায় কিছু মেঘ যারা দিগভ্রান্ত,
সঠিক পথে তারা বৃষ্টি নামাতে জানে না,
তেমন কালবোশেখীর অপেক্ষাতে একেকটা দিন কাটেনা।

No comments:

Post a Comment