*একটি নারীর প্রশ্ন?
------------------
তুমি বলতে পারো আমার নিজের কি আছে?
চোখের জল, সহ্যশক্তি ছাড়া নেই তো কিছু কাছে।
যেখানে ছোট্ট থেকে হলাম আমি বড়ো।
বিয়ের পর ওটা আমার বাপের বাড়ি হলো।
শাখা, পলা, সিঁদুর নয়তো আমার সম্পওি।
স্বামীর নামের দেওয়া সব পরলে নাকি হবো ভালো দম্পতি।
১০ মাস ১০ দিনের কষ্ট করে পৃথিবীতে আনি যাকে।
বিয়ের পর সেই সন্তান ভুলে যায় মাকে।
বাবা মায়ের সাথে পদবীটাও হয় যে পরিবর্তন ।
লোক জনের কথা শুনতে শুনতে কাটে নারীর জীবন।
সন্তান যখন বিজয়ী হয়ে ফিরে আসে বাড়িতে।
আনন্দিত তোমার মুখ, গর্বে বুকটি ফুলে ওঠে সাথে সাথে।
দোষ করলে সন্তান, দোষী অভাগী আমিও ।
নারীর পায়ে শিকল না পড়িয়ে একটু মুক্তি দিও।

No comments:
Post a Comment