সে কি জানে


 


সে কি জানে 

তাহার জন্য আমি নিজেকে ভুলেছি , 

আত্নসম্মানকে বিসর্জন দিয়া  সব মেনে নিয়েছি

তাহার সুখের জন্য নিজের সুখ হারিয়েছি , 

বুকের অশ্রু লুকিয়ে মুখে হাসি ফুটিয়েছি । 


সে কি জানে


বাবা যে তার রাজকন্যাকে তাহার হাতে তুলিয়া দিয়েছিল 

সে কন্যার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছিল তাহার আপনজনের কথার বানে

সে কি কখনো খোঁজ নিয়েছে সেই ভগ্ন হৃদয়ের , 

যার খাওয়ার জন্য বাবা মা কত যুদ্ধই না করত

তাকে বেশি খাওয়ার খোটা শুনতে হত । 


সে কি জানে


তাহার অংশকে পৃথিবী দেখাতে মরণ যন্ত্রণা সইতে হয়েছে

তাহার করা অবহেলা গুলো হৃদয়ে বিষাক্ত ছোবল মেরেছে

তাহার পৃথিবীকে নিজের করতে নিজেকে কতটা পাল্টাতে হয়েছে

ঠোঁটে নকল হাসি ফুটিয়ে ভাল থাকা শিখতে হয়েছে


সে কি জানে 


তাহার বলা তোমার জন্য আজ নিজের প্রতি ঘৃণা হয়

তাহার বলা তোমার থেকে কিছুই পাইনি আমি 

তাহার বলা তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ কেউ নও , 

তাহার বলা কথা বলবানা আমার সাথে

কতটা বিষাক্ত ছিল এই বাক্য গুলি । 


সে কি জানে 


কতটা ভেঙ্গেছে সে আমায়

হৃদয়ে কতটা গভীর ক্ষত দিয়েছে 

শত যত্নের ভালবাসার কতটা অপমান করেছে , 


সে কি জানে 

সে কি সত্যি জানে!!! 


No comments:

Post a Comment