আমার একটা তুমি চাই

 



আমার এমন একটা তুমি চাই

 যে তুমিতে আমার

 চাওয়ার কিছুই নাই।

আমার এমন একটা তুমি চাই 

যে তুমিতে আমার 

না পাওয়ার কিছুই নাই।।


আমার এমন একটা তুমি চাই 

যে তুমিতে আমার সকল শূন্যতা 

পূর্ণতায় পরিপূর্ণ।

 আমার এমন একটা তুমি চাই 

যে তুমিটার সকল পূর্ণতা হবো আমি

এজীবনে তাই সে কখনো, হবেনা শূন্য।।


আমার এমন একটা তুমি চাই 

যে তুমিতে অন্ধ আমিটা 

দুচোখ ভরে দেখতে পারি।

 আমার এমন একটা তুমি চাই

 যে তুমিতে হাতটা রেখে অন্ধকারেই

 নির্ভয়ে আমি হাঁটতে পারি।।


আমার এমন একটা তুমি চাই 

যে তুমির আখি পটটি 

আমার আরশি হিসেবে করে কাজ।

আমার এমন একটা তুমি চাই 

যার অন্তরের অন্তরালে শুধু 

আমিই জুড়ে প্রতিটি ভাঁজ।।


আমার এমন একটা তুমি চাই 

যার অগোছালো, ছন্নছাড়া জীবনটায় 

আমিই হবো সংসারের বেড়ি।

 আমার এমন একটা তুমি চাই 

যার মুখে "পাগলি" শব্দটা শুনলেই 

ভুলে যাবো করা সকল আড়ি।।


আমার এমন একটা তুমি চাই

 যার হেরে যাওয়ার দিন গুলোতে

 আমিই হবো মনের শান্তি। 

আমার এমন একটা তুমি চাই

 আমার মুখের সরলতায় যার 

দূর হবে সকল ক্লান্তি।।


আমার এমন একটা তুমি চাই

যে তুমি আর আমি মিলে এক 

ভালোবাসার শহর গড়বো। 

আমার এমন একটা তুমি চাই

সে আর আমি ভালোবাসার দৃষ্টান্ত স্বরূপ হয়ে  

সে শহরে অসুস্থ নয় সবাই সুস্থতার সাথে বাঁচবো।।


আমার এমন একটা তুমি চাই

যার ধন-সম্পদের অভাব থাকলেও 

ভালোবাসার অভার কখনোই হবে না।

আমার এমন একটা তুমি চাই

যার সাথে একটা শুকনো রুটি ভাগ করে খেলেও

ভালোবাসা কখনোই জানালা দিয়ে পালাবে না।।


আমার এমন একটা তুমি চাই

 তার কুড়েঘর থাক, মনের সিংহাসনে যেন 

আমি হই একমাত্র রাণী।

আমার এমন একটা তুমি চাই 

 যে তুমিটা আমি মরে গেলেও হবে না "নাথ"

 অন্য কারো জানি।।


আমার এমন একটা তুমি চাই 

যার সাদাকালো জীবনে আমিই হবো রংধনুর সাত রং 

ভয়ের মুহূর্তে পাশে রবো হয়ে, "অভয়দায়িনী"

সংসারের অভাব-অনটনে হয়ে উঠব লক্ষী।

আমার এমন একটা তুমি চাই

 যে তুমির সংসারে, রন্ধন না জেনেও হবো "অন্নপূর্ণা" 

বিদ্বান না হয়েও হবো "সরস্বতী" 

সাত জন্মই সে আমার রইল, চন্দ্র-তারা সাক্ষী।।


ভালোবাসা হলো ঔষধ

ভালোবাসা কোনো ব্যাধি নয়

ব্যাঁধি সম্পন্ন মানুষ গুলোই

ভালোবাসাকে ব্যাধি কয়

No comments:

Post a Comment