ABUMOTALEB
প্রিয়...! তোমাকে এক পলক দেখার মাঝে রয়ে যায় এক আকাশ সমান তৃপ্তি, আনন্দ,সুখ! এই চোখ বহুবার দেখতে চেয়েছে তোমাকে। তোমাকে দেখে যে মুগ্ধ হয়নি, তার চোখ অন্ধ।পূর্ণিমার চাঁদ যেভাবে দিঘির জলে ঝলমল করে, ঠিক তেমনই তোমার মুখটা আমার চোখের সামনে ঝলমল করে। তোমাকে দেখার পর পূবালী বাতাসে ধানের ক্ষেত যেভাবে দোলা দেয়,ঠিক সেই ভাবে আমার হৃদয়ে ভালোবাসা দোলা দিয়েছে। খুব করে ইচ্ছে হচ্ছিল তোমাকে ছুঁইয়ে দেখতে, ইচ্ছে হচ্ছিল তোমার কপালে আলতো করে চুমু এঁকে দিতে। ইচ্ছে হচ্ছিল এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে কাটিয়ে দিতে। ইচ্ছে হচ্ছিল তোমার বুকের উষ্ণ জায়গায় মাথা পেতে এক জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে। জানি না এইগুলো সম্ভব কি না? তবে আপাতত তোমাকে কল্পনা করেই সুখ পাচ্ছি। তুমি আমার মনের সিংহাসনে বিপুল পরিমাণ ভালোবাসা নিয়ে জয় যুক্ত হয়েছ। অতএব, আমার মনের রাজ্যের রাজত্ব এখন তোমার হাতে। তুমি চাইলে এই রাজ্যটাকে স্বর্গে পরিনত করতে পার, চাইলে জাহান্নামও বানিয়ে দিতে পার। এই প্রেমের শহরটাকে তোমার ভালোবাসা দিয়ে রাঙিয়ে দাও, ভালোবাসার আলোকসজ্জায় সজ্জিত কর এই প্রেমের নগর। ভালোবাসি।।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment