তোমাকে খুঁজেছি মনের অলি-গলিতে তোমাকে খুঁজেছি ফেলা আসা স্মৃতিতে তোমাকে খুঁজেছি ধুলামাখা ঠোঁটে; পাইনি কোথাও। অবশেষে পেয়েছি, অভিমানের দেয়ালের ঠিক ওপারে! তোমাকে খুঁজেছি শার্টের বুক পকেটের নিচে, হৃদয়ে তোমাকে খুঁজেছি হাতের আঙুলের ফাঁকে ফাঁকে তোমাকে খুঁজেছি চেনা ঘামের গন্ধে; পাইনি কোথাও। অবশেষে পেয়েছি, মিথ্যে অভিযোগের সমুদ্রে! তোমাকে খুঁজেছি ভালোবাসার ট্রেনের সকল বগিতে তোমাকে খুঁজেছি কালিজমা চোখের পাতায় পাতায় তোমাকে খুঁজেছি স্পর্শের অনুভূতিতে;পাইনি কোথাও। অবশেষে পেয়েছি, দূরত্ব মাপার ঘড়ির কাটায় কাটায়! তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত আমি, চারপাশে শুধুই অদ্ভুতময় তুমির শূন্যতা, অদ্ভুতময় তুমির অপূর্নতা! "তুমির শূন্যতা"

 "তুমির শূন্যতা"ABUMOTALEB


1 comment: