অথচ যতই সমুদ্রের কাছে যাবে তো তুমি দেখবে উত্তাল জলরাশি যেন এক মুহূর্তে ছিন্নভিন্ন করে দেব সব আবার অশান্ত মন ভেঙে নতুন করে গড়ে তুলবে নতুন কোন ঠিকানায় নতুন কোন রুপে।
জীবন আসলে এমনই দূর থেকে যতই সহজ,সুন্দর মনে হয় আসলে এত স্থির কখনো হয়না প্রত্যেকটা মানুষের ভিতরেই উত্তাল এক সমুদ্র থাকে যেখানে সে প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নিজেকে নিয়ে উঠে দাঁড়ায় আবার কিছু অংশ মনের গভীর থেকে গভীরে লুকিয়ে রাখে যা কখনো কেউ জানতে পারে না চাপা পড়ে রয় অজানা কোন গল্পের ভীড়ে।
জীবনে চলার পথে হাতে হাত রেখে চলার মানুষটাও অনেক সময় পাশের মানুষটার অনেক কথায়ই কখনো জানতে পারে না কখনো বা চোখের গোপনে লুকিয়ে থাকা কথার রহস্য জানা হয়ে উঠে না।
মাঝে মাঝে কিছু না জানাই যেন বেশি ভালো।সব জানা হয়ে গেলে সব বোঝা হয়ে গেলে কোথাও না কোথাও জীবনের ছন্দের পতন হয়।থাক না কিছু অজানা,অচেনা এর মাঝে যদি ভালো থাকা যায় তবে মন্দ কি…..
সমুদ্রের গভীরতায় কত কি না আছে উত্থান,পতন কখনো বা সভ্যতার বিনাশ আবার সভ্যতার সৃষ্টি সব রহস্যর ভেদ কি কেউ জানে বা জানতে পেড়েছে? তবু আমরা সমুদ্রের নীলে,নোনা জলে কি যেনো সুখ খুঁজে বেড়াই ঠিক জীবনের মত।
এই যে এতো হাসি,কান্না,মান-অভিমান তবু জীবনেই আমরা ফিরে আসি আগামীকালের কথা না জেনেও বাঁচার স্বপ্ন দেখি। সব রহস্যর মাঝেও ভালোবাসার মানুষের হাসিতে নিজেদের বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেনি।
আচ্ছা... সব রহস্য ভেদ না করে যদি ভালো থাকা যায় তবে এভাবেই ভালো থাকি আর কিছু কথা না জেনেই যদি সুখী হওয়া যায় তবে মন্দ কি....
জীবনের রহস্য কখনো ভেদ যায় না... আর সব কথাও জানা হয়ে উঠে না তাই হয়তো জীবন এতো সুন্দর আর এজন্যই প্রতিদিন আমরা বেঁচে থাকার জন্য স্বপ্নে বিভোর থাকি।

No comments:
Post a Comment