কিছু সম্পর্ক



 কিছু সম্পর্ক পরিনতি পায় বন্ধুত্ব থেকেই,
তুমি যদি কাউকে ভালোবেসে ফেলো,
সবার আগে তোমাকে তার ভালো বন্ধু হতে হবে, তাকে তার মতো করে বুঝতে হবে, 
তার দূর্বলতার সুযোগ না নিয়ে, তার শক্তি হয়ে পাশে দাঁড়াতে হবে।।
সব সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ই সেরা।।
যা জীবনকে করে দেয় সহজসরল ও রঙ্গিন।।
যেখানে থাকে শুধু বিশ্বাস, বিপদে, সময়ে অসময়ে যার কাছে মনের কথা নির্দ্বিধায় বলা যায় সেই প্রকৃত বন্ধু।। 
অনেক সময় এই বন্ধুত্ব যখন পরিপক্ক হয় তখন না রূপ নেয় ভালোবাসায়।।
যে মানুষটা কে মনের সমস্ত এলোমেলো কথা নির্দ্বিধায় বলা যায় হ্যাঁ সেই মানুষটিকে কোনো কারণ ছাড়াই আঁকড়ে ধরাও যায়।।
এই সম্পর্কে ভালোবাসা কমবে না বরং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে।।
এই সম্পর্কে কোনো অজুহাত নেই, আছে শুধু জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি।।

                           

No comments:

Post a Comment