'স্নেহ'
আমার
দুয়ার কাটা অন্ধকারে
তুই এসেছিস একটা নতুন
সকাল প্রভাত হয়ে--
তুই এসেছিস
একটা নতুন সকাল প্রভাত হয়ে,
আমার দুয়ার কাটা অন্ধকারে।
তুই এসেছিস
আমার স্নেহ সুরধুনী তপ্ত মরুর মাঝে,
প্রভাতের সোনা রোদ হতে,তুই সুন্দর
হাজারো ফুলের মাঝে আমার দুয়ার
কাটা অন্ধকারে।
ধানের শীষে সবুজ রঙে
তুই অনেক বেশী কোমল
সতেজ---
আমার
দুয়ার কাটা অন্ধকারে
তুই এসেছিস একটা নতুন
সকাল প্রভাত হয়ে।
যখন দেখি
তোর মিষ্টি হাসি,প্রাণ ভরে যায়
এমনি হাসি--
তুই না থাকলে
জীবন অসুন্দর,তুই না থাকলে
জীবন অম্ল!
তুই আছিস
জীবন সুন্দর,তুই আছিস
জীবন মধুর--
মধুর তোর হাসির পরে
আকাশের তারা গুলো সব
হার মানে,
ওরা সব হিংসে করে,
মধুর তোর হাসির পরে,
আমার দুয়ার কাটাঅন্ধকার
তুই এসেছিস একটা নতুন
সকাল প্রভাত হয়ে।
তুই এসেছিস
একটা নতুন সকাল প্রভাত হয়ে,
আমার দুয়ার কাটা অন্ধকারে।
------'স্নেহ'----

No comments:
Post a Comment