বিয়ে করি তবে কিছু কথা


 বিয়ে করিনি তবে,

বিয়ের আগের দিন বউয়ের বাবাকে একলা ডাকবো। তার হাতটা শক্ত করে ধরে বলবো!🌸

সারাজীবন অনেক কিছু দিয়ে মেয়েকে বড় করেছেন;কাল আমায় দিয়ে দিবেন। কত ঋণি করে দিবেন আমায়। যদিও,আপনার এই ঋণ কখনোই শোধ করা যাবে না। তবে,কথা দিলাম কখনো অবহেলা করবোনা। 

কিন্তু আপনা কে  কথা দিতে হবে বিয়ের পর আপনার মেয়ের সাথে কোনো আসবাবপত্র যেনো আমার বাড়ি না যায়। খুশি মনে বলবো  আর ঋণি করবেন না।

- সত্যিকার অর্থে বিবেক মানুষের সব চেয়ে বড় জিনিস, প্রতিটি যুবক যদি এভাবে ভাবতো!
তাহলে হয়তো  অধিকাংশ সংসারে অশান্তি সৃষ্টি হতো না।

জানিনা কে কপালে আছে, তবে আমি এভাবেই উনার বাবাকে বলবো ইনশাআল্লাহ!
✍পায়েল চৌধুরী 😣

No comments:

Post a Comment