সূর্য ঢলঢল,আকাশে মেঘের দল,পাখির কিচিরমিচির আওয়াজ তার সাথে তাল মিলিয়ে গোধূলির লাল আভায় দেখা মিললো এক রূপসীর,
দূরে দাঁড়িয়ে আমি দেখছিলাম প্রকৃতির রূপবদল অথচ চোখের দৃষ্টি যেন তার চোখের পিঞ্জরে স্থির।
আকাশে আজ তারার হাট বসেছে,সকলে মিলে জানাচ্ছে আহ্বান তাহার নিমিত্তে,
রূপসীর নূপুরের ধ্বনি যেন গোটা পরিবেশকে করছে এক নতুন রাজ্যের স্বপ্নে।
আমি মুগ্ধ নয়নে তার পানে রয়েছি চেয়ে শুধু এক অতুলনীয় সময়ের,
যে সময়ে দেখা মিলবে তার সেই রূপের রহস্যের।
সাহস করে গেলাম তার তরে,মেঘকন্যার দিকে তাকিয়ে অপেক্ষায়,
মুখ ফেরাতেই রহস্যের সেই গন্ধে হলাম মাতোয়ারা,নজরেই হলাম এক অনন্য ব্যক্তিত্ব,ভেসে গেলাম তার কথায়।
নিভু নিভু সূর্যের দীপ্তিমান আলোকশিখা তখনও বহমান,
হাত বাড়াতেই কোথায় যেন সে গেলো হারিয়ে তবুও অস্ফুট স্বরে করলো আমায় তার তরে আহ্বান।
আমি বড় তৃষ্ণার্ত পথিক,প্রেমের বিষে যে মরেছি বহুকাল আগে,
ক্ষীণ সম্ভাবনায় দিলাম সাড়া তার ডাকে,গেলাম তার আঁচলের ভাজের মায়াতে।
মনের মণিকোঠায় সে আজও রয়েছে সজীবতার সজ্জায়,
তার মনে যে আজ অন্য পুরুষ,আমি নামক ব্যক্তিত্ব যেন গিয়েছে হারিয়ে,পড়ে আছে তার আলমারির কোনো এক ধুলোময়লার কাঠগোলাপের প্রতিটি পাতায়...

No comments:
Post a Comment